এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের প্রায় সপ্তাহখানেকের আন্দোলনে গড়াচ্ছে না বাসের চাকা। চরম হয়রানির শিকার মানুষ। লাগাতার এই আন্দোলনের মধ্যেই বড় ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। সাফ বললেন, অস্থায়ী কর্মীদের দাবি মানছে রাজ্য। এবার মাসে ২৬ দিন-ই কাজ পাবেন পরিবহণ কর্মীরা। প্রতিশ্রুতির পরই পুজোর মুখে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের জন্য এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কাছে আর্জি জানিয়েছেন মন্ত্রী। ছুটি সংক্রান্ত দাবির বিষয়টি পুজোর পর আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন, 'পুজোর মুখে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের একটা দাবি ছিল। আমি এসবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি দায়িত্ব নিচ্ছি। ২৬ দিনের কাজ ওদের দেওয়া হবে। আমি পুজো মিটলেই কথা বলব ওদের সঙ্গে।'
এর আগে পরিবহণমন্ত্রী দাবি করেছিলেন যে, আন্দোলনকারী এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা আইএনটিটিইউসি-র সদস্য বা সমর্থক নন। যা নিয়ে প্রবল হইচই হয়।
আন্দোনকারী এক কর্মী বলেন, 'দীর্ঘদিন ধরেই আমরা অস্থায়ী হিসাবেই কাজ করছি। কাজ করি, কিন্তু আলাদা করে কোনও সুবিধা পাই না। স্থায়ী হলে আমাদের ভবিষ্যতটাও নিশ্চিত হত। এই নিয়ে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা হয়নি। জানি মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু লিখিক প্রতিশ্রুতি সহ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।'