মানিক ভট্টাচার্যের সুপ্রিম স্বস্তি। আগামিকাল পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট। কাল পর্যন্ত মানিকের বিরুদ্ধে গ্রেফতারির মতো কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিবিআই। এমনই নির্দেশ শীর্ষ আদালতের।
আগামিকাল ফের সর্বোচ্চ আদালতে মানিক-মামলার শুনানি। আজ রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে মানিককে গ্রেফতারের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকী মানিকের সিবিআই হাজিরায় ডেডলাইন পর্যন্ত বেঁধে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টার মধ্যে মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- স্বস্তিতে জিতেন্দ্র, CID তদন্তে স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
এমনকী তদন্তে মানিক ভ্টাচার্য সহযোগিতা না করলে প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে গ্রেফতারও করতে পারে বলে স্পষ্ট জানিয়েছিল হাইকোর্ট। তবে হাইকোর্টের এই নির্দেশের বিরুদ্ধে এবার একদিনের রক্ষাকবচ পেলেন অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। আগামিকাল পর্যন্ত সিবিআই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করার মতো কড়া কোনও প্রক্রিয়া করতে পারবে না বলে জানিয়েছে আদালত। আগামিকাল সুপ্রিম কোর্টে ফের মানিক মামলার শুনানি।