তফশিলি জাতির উন্নয়নের জন্য় জাতীয় স্তর থেকে স্বীকৃত হয়েছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় নিজেই এ খবর জানিয়েছেন। টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এ বিষয়ক পারফরম্যান্সে সেরার শিরোপা বাংলার মাথায়। ২০১৭-১৮ অর্থবর্ষে কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার মমতা তাঁর টুইটে এও জানান যে এদিনই তিনি সব দলের তফশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন। এদিনের বৈঠকে উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান নেন তিনি, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, দশ শতাংশ নয়া সংরক্ষণের সিদ্ধান্ত মমতা সরকারের
এবারের লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস অপ্রত্যাশিত যে ফলের মুখে পড়েছে, তাতে দেখা গিয়েছে, তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে জনপ্রিয়তা হারিয়েছে শাসক দল। সে দিকে এবার নজর দিতে চান মুখ্যমন্ত্রী স্বয়ং।
প্রধান বিরোধী হয়ে ওঠা বিজেপি যে নিম্নবর্ণের মধ্যে প্রভাব বিস্তার করেছে যথেষ্ট, সে নিয়ে তর্কের আর অবকাশ নেই। এ পরিস্থিতিতে ঘর গোছানোর যে প্রক্রিয়া তৃণমূল নেত্রী হাতে নিয়েছেন, তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে উন্নয়ন তার অন্যতম হয়ে উঠবেই। এ ভোট ব্যাঙ্ককে যেনতেন প্রকারেণ হাতে রাখতে চাইবে শাসক দল।
এদিনের জাতীয় স্তর থেকে পাওয়া সেরার খেতাব নিঃসন্দেহে মমতাকে অ্যাডভান্টেজ দিল।