শেষ পর্যন্ত রাজ্যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে। সোমবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩রা ফেব্রুয়ারি থেকে বাংলার সর্বত্র স্কুল ,কলেজ, বিশ্ববিদ্যালয় খুলছে। আপাতত অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালায় পড়ানো হবে। তবে প্রাথমিক শ্রেণির বিষয়টি এখনও সরকারের বিবেচনায় নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Advertisment
আগামী বৃস্পতিবার থেকে স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় সরস্বতী পুজোয় পড়ুয়াদের সুবিধা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, 'সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। করোনা কমেছে। তাই শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
করোনা মহামারির শুরু থেকে, গত প্রায় ২ বছর ধরে রাজ্যে বন্ধ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। পঠনপাঠন চলছে অনলাইনে। গত নভেম্বর মাসে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুললেও করোনার তৃতীয় ঢেউ মাথাচাড়া দেওয়ায় তা ফের বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে নিয়ন্ত্রণে সংক্রমণ। শিথিল হয়েছে বিধি। কিন্তু বন্ধই ছিল স্কুল, কলেজ। দীর্ঘদিন পড়ুয়ারা স্কুলে না যাওয়ায় তাঁদের মানসিক বিকাশ ব্যহত হচ্ছে বলে দাবি করেন শিশু চিকিৎসকরা। সোচ্চার হয় শিক্ষক থেকে ছাত্র সংগঠনগুলি। দাবি পূরণে এ দিনই বিভিন্ন জেলা, বিকাশ ভবনের সামনে ও কলেজ স্ট্রিটে বিক্ষোভ দেখায় এসএফআই।
এরপরই কোভিড পর্যালোচনা বৈঠক শেষে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দিন। এছাড়া তিনি জানিয়েছেন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জয় হিন্দ বাহিনী গড়ার বিষয়টি রাজ্য মন্ত্রিসভা অনুমোদন পেয়েছে।