Advertisment

নিয়োগ দুর্নীতিতে যুক্ত অপরূপা-আবু তাহের! শুভেন্দুর বিস্ফোরক টুইট, পাল্টা তোপ তৃণমূল সাংসদদের

নন্দীগ্রামের বিধায়কের আক্রমণে তোলপাড় রাজ্য রাজনীতি। পাল্টা দিয়েছেন তৃণমূলের সাংসদরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
School Job Scam: Suvendu Adhikari claims TMC MP and Ministers involved

বিরোধী দলনেতার নিশানায় বাংলার শাসকদলের একাধিক মন্ত্রী-সাংসদ।

নিয়োগ দুর্নীতি আরও এক তৃণমূল বিধায়ক সিবিআই জালে জড়ানোর দিনই ফের বিস্ফোরণ শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার নিশানায় বাংলার শাসকদলের একাধিক মন্ত্রী-সাংসদ। নাম ধরে ধরে নিয়োগ দুর্নীতিতে তাঁদের যোগসাজশের অভিযোগ করে টুইট শুভেন্দুর। নন্দীগ্রামের বিধায়কের আক্রমণে তোলপাড় রাজ্য রাজনীতি। পাল্টা দিয়েছেন তৃণমূলের সাংসদরাও।

Advertisment

শুভেন্দু টুইট করে দাবি করেছেন, আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি এবং বর্ধমান উত্তর কেন্দ্রের বিধায়ক নিশীথকুমার মালিক নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। চারটি টুইটে শুভেন্দুর দাবি, চিঠি পাঠিয়ে নির্দিষ্ট চাকরিপ্রার্থীদের তালিকা দিয়ে চাকরির সুপারিশ করেছেন তাঁরা। এঁদের অখিল গিরি এবং নিশীথকুমার মুখ না খুললেও অপরূপা এবং আবু তাহের পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দুকে।

অপরূপা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দুকে। বলেছেন, 'দম থাকলে টুইট করা কাগজ মিডিয়ার সামনে নিয়ে আয়। আমায় আউট করে দেখা।' আবু তাহের তোপ দেগে বলেছেন, 'মুর্শিদাবাদের মাটি শুভেন্দুর মতো মীরজাফরকে প্রত্যাখান করেছে। ওঁর দম থাকলে প্রমাণ করে দেখাক। তাহলে রাজনীতির মঞ্চ ছেড়ে দেব। ওঁর কথায় কেউ বিশ্বাস করে না।'

আরও পড়ুন মুকুল দিল্লিতে কেন? মান-অভিমান না অন্য উদ্দেশ্য? জোর জল্পনা রাজনৈতিক মহলে

প্রসঙ্গত, শুভেন্দু টুইট করে দাবি করেছেন, তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির নজরে আছেন। একই সঙ্গে জানিয়েছেন, এই দুর্নীতির শিকড়ে পৌঁছতে আরও কিছু তৃণমূল বিধায়ক এবং সাংসদকে জেরা করা প্রয়োজন। এর পর অপরূপা, আবু তাহেরদের নামে টুইট করেন শুভেন্দু। পাল্টা অপরূপা তুই সম্বোধন করে শুভেন্দুর মুখোশ খুলে দেওয়ার দাবি করেন। জানান, এক সপ্তাহের মধ্যে ইডি-সিবিআই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে শুভেন্দুর বিরুদ্ধে তিনি মামলা করবেন।

Suvendu Adhikari West Bengal bjp tmc
Advertisment