South 24 Parganas News: শেষমেষ চরম সিদ্ধান্তটা নিয়েই ফেললেন 'মাস্টারমশাই'! দিশেহারা পরিবার

Kultali News: এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় কুলতলি থানার পুলিশ।

Kultali News: এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পৌঁছোয় কুলতলি থানার পুলিশ।

author-image
Mina Mondal
New Update
School teacher commits suicide in Kultali South 24 Parganas,কুলতলিতে শিক্ষকের আত্মহত্যা

South 24 Parganas News: ঘটনার তদন্তে নেমে শিক্ষকের বাড়িতে পুলিশকর্মীরা।

School teacher commits suicide in Kultali, South 24 Parganas: SSC দুর্নীতি নিয়ে তোলপাড় ফেলা আবহের মধ্যেই ফের এক দুঃসংবাদ। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক স্কুলশিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisment

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলতলির তেঁতুলবেড়িয়া গ্রামের। তসারালয় সরবেড়িয়া সনাতন হাই স্কুলে শিক্ষকতা করতেন প্রণব নাইয়া। তিনি বাংলার শিক্ষক ছিলেন। আগাগোড়া একটু শান্ত স্বভাবের ছিলেন এই স্কুল শিক্ষক। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্কুল ছাড়া বাকি সময়টা যখন তিনি বাড়িতে থাকতেন বেশিরভাগই মোবাইল ফোনে ডুবে থাকতেন। এমনকী কারও সঙ্গে বিশেষ কথাবার্তাও বলতেন না তিনি।

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন প্রণব নাইয়া। বাড়িতেই হঠাৎ তাঁর কোনও সাড়া শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁর ঘরে গিয়ে দরজা ধাক্কা দেন। সেই ঘর থেকেই ওই শিক্ষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন- Purba Bardhaman News: এই মহতী প্রয়াসের সব প্রশংসাই যেন কম পড়ে! শিক্ষকের এমন উদ্যোগ সত্যিই বিরল

Advertisment

পরে ওই স্কুল শিক্ষক প্রণব নাইয়ার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর বন্দোবস্ত করে কুলতলি থানার পুলিশ। ওই ঘর থেকে একটি সুইসাইড নোটও পুলিশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই শিক্ষক আত্মঘাতী হয়েছেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন- West Bengal News Live: মুর্শিদাবাদে হিংসায় বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার ২, হাজারের বেশি সোশ্যাল মিডিয়া প্রোফাইল ব্লক

পুলিশ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। এরই পাশাপাশি ওই স্কুল শিক্ষকের সহকর্মী ও বন্ধুবান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। আকস্মিক এই মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bengali News Today Suicide teacher Kultali South 24 Pgs