মোবারাক কোরাইশী, বারাসাত
Road Accident: একাদশ শ্রেনীর ছাত্র অঙ্গীকার দাশগুপ্ত স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথে দুর্ঘটনার সম্মুখীন হয় । পরিবারের লোক জানায় হলদিরাম ভিআইপি জংশনে বাসের থেকে পড়ে যায় অঙ্গীকার এবং সেখান থেকেই পুলিশ তাকে নিয়ে যায় বারাসাত জেলা হাসপাতালে, তবে সেই বিষয়ে বাড়ির লোককে কোন খবরই দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।
সময় পেরিয়ে গেলেও ছেলে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেন বাবা-মা সহ পরিবারের লোকজন। তখনই স্থানীয় এক রিকশাওয়ালা বাড়িতে গিয়ে খোঁজ দেন যে পথ দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে অঙ্গীকার বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। পাশাপাশি তিনি এও জানান, পুলিশ'ই তাকে বারাসাত হাসপাতালে নিয়ে গেছে।
এরপর অঙ্গীকারের বাড়ির লোক হাসপাতালে পৌঁছালে তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডাতে জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ, তাদের সন্তানকে হাসপাতালে নিয়ে আসার সময় পুলিশ বা হাসপাতাল থেকে তাদের কোনো খবর দেয়া হয়নি তার আগেই অঙ্গীকারকে মৃত ঘোষণা করে মর্গের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে বা হাসপাতাল থেকে কোনরকম সহযোগিতা তারা পাননি।
আরও পড়ুন - < Jamalpur News: তৃণমূল নেতার রোষে বাড়ি ছাড়তে হয়, বহু লড়াইয়ে শেষমেশ বৃদ্ধার ‘গ্রেট কামব্যাক’! >
তাতেই হাসপাতালের মধ্যে বিক্ষোভে ফেটে পড়েন সন্তান হারা মা বাবা ও তার পরিবার। দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ অফিসারের গায়ে হাত তোলার অভিযোগে মৃতের বাবাকে মারধর করতে করতে থানায় নিয়ে যায় বারাসাত থানার পুলিশ, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। পরিবারের তরফে জানানো হয়েছে, রীতিমতো হেনস্থার সম্মুখীন হতে হয়েছে তাদের। গোটা ঘটনায় শোকস্তব্ধ ও বাকরুদ্ধ অঙ্গীকারের বাবা মা ও পরিবার।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের দাবি, হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের কাজে বাধা দেন ওই দম্পতি। তাই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মারধর করা হয়নি। কোনো অমানবিক আচরণ করা হয়নি।