scorecardresearch

প্রবল গরমে জ্বলে-পুড়ে খাক বাংলা! ‘কাল থেকেই স্কুলে ছুটি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সূর্যের আগুনে মেজাজে যেন জ্বলে পুড়ে যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গ।

cm mamata banerjee cancels darjeeling visit , শেষ মুহূর্তে তড়িঘড়ি পাহাড় সফর বাতিল মমতার! হঠাৎ কী হল?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূর্যের আগুনে মেজাজে জ্বলে পুড়ে খাক গোটা দক্ষিণবঙ্গ। গরম কমার এখনই কোনও লক্ষ্মণ নেই। পরিস্থিতি বিবেচনা করে এবার রাজ্যের সব সরকারি স্কুলে কাল থেকেই ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী সপ্তাহেই রাজ্যের সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়কে ছুটি দিতে বলেছেন তিনি। আগামী সপ্তাহের সোমবার থেকে শনিবার পর্যন্ত সরকারি স্কুল-কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর। বেসরকারি স্কুল-কলেজগুলিকেও ছুটি দিতে অনুরোধ মুখ্যমন্ত্রীর।

দাবদাহে পুড়ছে গোটা দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের পরিস্থিতিও মোটের উপর একই। পার্বত্য এলাকার দুই জেলা বাদ দিলে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও প্রবল গরম। পয়লা বৈশাখে রাজ্যের ১৪ জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করেছিল। বৈশাখের দ্বিতীয় দিনেও সূর্যের আগুনে চেহারায় হাঁসফাস দশা আট থেকে আশির।

আরও পড়ুন- আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি? হাওয়া অফিসের লেটেস্ট আপডেট জানলে মাথায় হাত!

এই পর্বে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সুতরাং পরিস্থিতি যে আরও দুর্বিষহ হতে চলেছে তা অনুমান করা যাচ্ছে। প্রবল গরমে অসুস্থ হয়ে পড়তে পারে স্কুল পড়ুয়ারাও। সেই কারণেই এবার গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার একটা সম্ভাবনা আগে থেকেই ছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেকথাই ঘোষণা করে দিলেন।

আরও পড়ুন- এবার কুণালের মুখেই রাষ্ট্রপতি শাসন জারির কথা! টুইট ঘিরে হূলস্থূল!

একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এদিন মমতা বন্দ্যেপাধ্যায় জানিয়েছেন, প্রবল গরমের কারণে আগামিকাল থেকেই রাজ্যের সব সরকারি স্কুল-কলেজ ও অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করতে বলেছেন তিনি। এরই পাশাপাশি বেসরকারি স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ সব শিক্ষা প্রতিষ্ঠানকেও গরমের কারণে আগামিকাল থেকেই ছুটি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Schools remain shut off from tommorow due to heat wave says mamata banerjee