বিগত এক সপ্তাহে রক্তাক্ত হয়েছে ভাটপাড়া। পরপর খুন, গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, রাজনইতিক চাপানউতোর, খণ্ডযুদ্ধে অগ্নিগর্ভ থেকেছে ভাটপাড়া। সপ্তাহ ঘুরতেই সোমবার থেকে একটু একটু করে ছন্দে ফিরছে ভাটপাড়া। দোকানপাটের ঝাঁপ খুলতে শুরু করেছে সোমবার। জনজীবন স্তব্ধ হয়ে থাকা ভাটপাড়া আবার সাবাভাবিক হচ্ছে আস্তে আস্তে। স্কুল খুলতে শুরু করেছে। যান চলাচল পরিষেবাও স্বাভাবিক হচ্ছে। পৌরসভা অফিসেও কাজকর্ম শুরু হয়ে গিয়েছে আর পাঁচটা সাধারণ দিনের মতোই।
রবিবারই ভাটপাড়ায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যারাকপুরের নবনিযুক্ত পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন, "এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ভাটপাড়া অঞ্চল থেকে ৬০টি নিষ্ক্রিয় বোমা উদ্ধার করা হয়েছে"।
নতুন করে কোনও হিংসার ঘটনার খবর আসেনি বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন, কাটমানি নিয়ে প্রবল অস্বস্তিতে তৃণমূল, জনরোষে দলের জনপ্রতিনিধিরা
সোমবার সকাল থেকেই সংখ্যায় অল্প হলেও পড়ুয়াদের স্কুলে যেতে দেখা গিয়েছে। "এলাকার সমস্ত স্কুল খুলে গিয়েছে, বাস পরিষেবাও স্বাভাবিক হচ্ছে ক্রমশ", জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ভাটপাড়ার স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন কর হয়েছে। ভাটপাড়াবাসীকে গুজবে কান দিতে বারণ করা হয়েছে।
লোকসভা নির্বাচনের সময় থেকেই আলোচনায় রয়েছে ভাটপাড়া। এলাকার বেশ কিছু বুথকে স্পর্শকাতর ঘোষণা করেছিল। গত এক সপ্তাহে তিনটি খুন ঘিরে উত্তপ্ত হয় এলাকা। ২০ জুন হিংসার ঘটনায় যুক্ত থাকা ১৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
Read the full story in English