বোমা নয়, আতসবাজির মতো কিছু মিলল শিয়ালদহ-পার্ক সার্কাস লাইনে

শিয়ালদহ ও পার্ক সার্কাসের মধ্যে ডাউন লাইনে বোমা রাখা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে ঘটনায় হুলস্থুল পড়ে যায়। যদিও শেষ পর্যন্ত বোমা মেলেনি। ওই সন্দেহজনক বস্তুটি যাচাই করে দেখা গিয়েছে যে সেটি আতসবাজির মতো কিছু।

শিয়ালদহ ও পার্ক সার্কাসের মধ্যে ডাউন লাইনে বোমা রাখা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে ঘটনায় হুলস্থুল পড়ে যায়। যদিও শেষ পর্যন্ত বোমা মেলেনি। ওই সন্দেহজনক বস্তুটি যাচাই করে দেখা গিয়েছে যে সেটি আতসবাজির মতো কিছু।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata, কলকাতা

শিয়ালদহ ও পার্ক সার্কাসের মধ্য়ে ডাউন লাইনে বোমা রাখা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতীকী ছবি।

কালীপুজোর মরশুমে বোমাতঙ্কের ঘটনায় চাঞ্চল্য় ছড়াল শহর কলকাতায়। শিয়ালদহ ও পার্ক সার্কাসের মধ্যে ডাউন লাইনে বোমা রাখা রয়েছে বলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হুলুস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় জিআরপি, আরপিএফ, পুলিশ ও বম্ব স্কোয়াড। যদিও শেষ পর্যন্ত বোমা মেলেনি। ওই সন্দেহজনক বস্তুটি যাচাই করে দেখা গিয়েছে যে সেটি আতসবাজির মতো কিছু। এদিকে এ ঘটনার জেরে প্রায় ১ ঘণ্টা ট্রেন পরিষেবা বন্ধ থাকে ওই শাখায়।

Advertisment

এদিনের ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানান, ''এদিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ লাইনম্যান মারফৎ খবর পাই যে, সন্দেহজনক বস্তু লাইনে রাখা হয়েছে শিয়ালদহ ও পার্ক সার্কাসের মাঝে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় আরপিএফ, জিআরপি, পুলিশ, বম্ব স্কোয়াড।'' তিনি আরও জানিয়েছেন, ''বোমা মেলেনি, আতসবাজির মতো কিছু মিলেছে।'' নিরাপত্তার খাতিরে আশপাশের লাইন ও সংলগ্ন এলাকাতেও তল্লাশি চালানো হয় বলে জানানো হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন,কালীপুজোয় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে নামবে কলকাতা পুলিশ

Advertisment

 

সকাল সাড়ে ১১টা নাগাদ রেল লাইন থেকে ওই বস্তুটি সরানো হয়। এরপরই ওই শাখায় ফের ট্রেন চলাচল শুরু হয়। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, প্রায় আধঘণ্টা দেরিতে চলছে ২০টি লোকাল ট্রেন। বোমার খবর রটতে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এদিকে, এ ঘটনার জেরে ট্রেন পরিষেবা বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। উল্লেখ্য, কয়েকদিন আগেই নাগেরবাজারে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ভয়াবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই এদিনের বোমাতঙ্কের ঘটনায় শিউরে উঠেছিলেন অনেকেই।

indian railway kolkata news