Advertisment

এই রুটে আজ বন্ধ মেট্রো পরিষেবা, দুর্ভোগ বাড়বে যাত্রীদের

দুর্যোগের দিনে মেট্রোযাত্রীদের জন্য দুর্ভোগের খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata metro rail special service on durga puja 2023 panchami and sasthi

দুর্গাপুজোর দিনগুলিতে বিশেষ পরিষেবা দেবে মেট্রো।

দুর্যোগের দিনে মেট্রোযাত্রীদের জন্য দুর্ভোগের খবর। আজ ২৬ অগাস্ট শিয়ালদহ ও সেক্টর ফাইভের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। 'ইন্টিগ্রেডেটেড সেফটি টেস্ট'-এর জেরেই এই রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে মেট্রোরেলের তরফে।

Advertisment

সল্টলেক সেক্টর ফাইভে অধিকাংশ তথ্য প্রযুক্তি সংস্থার অফিস রয়েছে। শিয়ালদহ থেকে মেট্রো রুট চালু হয়ে যাওয়ায় কলকাতা ও শহরতলির বহু মানুষ এই রুটেই যাতায়াত করেন। মেট্রো পরিষেবা বন্ধের কারণে আজ তাঁদের দুর্ভোগ বাড়তে পারে। শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালুর আগে অটো, বাস, সার্টল ট্যাক্সিতে ভিড় বাড়ত যাত্রীদের।

আরও পড়ুন- নজরে বিরাট অঙ্ক, তুচ্ছ দলের বিরোধী সুর, কেন মমতার সঙ্গে সমঝোতায় নরম কংগ্রেস?

একটা বড় অংশের যাত্রী সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছতে বিধাননগর স্টেশনে নামতেন। তবে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পর থেকে সড়কপথে যাত্রীদের চাপ কমেছে। অন্যদিকে, আজই মেট্রোর পালকে জুড়তে চলেছে নয়া পালক। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে নিউ গড়িয়া বা কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত রুটের ট্রায়াল রান।

kolkata news kolkata metro West Bengal Metro Service
Advertisment