Kolkata Metro: শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো যাত্রীদের জন্য সুখবর, একাধিক বদলের ঘোষণা

Sealdah-Sector Five Metro: কী কী পরিবর্তন হল সোমবার থেকে?

Sealdah-Sector Five Metro: কী কী পরিবর্তন হল সোমবার থেকে?

IE Bangla Web Desk & Rajit Das
New Update
kolkata metro blue line streching last metro time, রাতে মেট্রো চলাচলের সময় বাড়ছে

Kolkata Metro: মেট্রোয় যাতায়াতকারী যাত্রীদের জন্য দারুণ সুখবর।

Sealdah-Sector Five Metro Will Run Faster: সোমবার থেকে গ্রীন লাইন (শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ) মেট্রো রুটে বড় বদল হল। এই রুটে এখন মেট্রো চলাচল করছে অটোমেটিক ট্রেন অপারেশন মুডে। এর ফলে এই রুটে মেট্রো চলবে আরও বেশি গতিতে। ফলে কম সময়ে পৌঁছানো যাবে গন্তব্যে।

Advertisment

এছাড়া এ দিন থেকেই শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিরও বদল ঘটেছে।

আরও পড়ুন- Kolkata Metro: কলকাতা মেট্রোয় সফর এবার আরও আনন্দদায়ক, ডুব নস্টালজিয়ায়

অটোমেটিক ট্রেন অপারেশন মুড চালু হওয়ায় গ্রীন লাইন রুটে মেট্রোর গতি আগের তুলনায় কিছুটা বাড়বে। আগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার জন্য় সময় লাগত ২০ মিনিট। এখন একই পথ যেতে খরচচ হবে আরও তিন মিনিট কম। অর্থাৎ, ১৭ মিনিটে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ রুটে চলাচল করা যাবে।

Advertisment

আরও পড়ুন- Summer Special Train: এই গরমে পাহাড়ে যাবেন? চাই নিশ্চিৎ টিকিট? সুখবর দিল পূর্ব রেল

সোমবার (১৫ এপ্রিল, ২০২৪) থেকে শুক্রবার পর্যন্ত শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে। অন্যদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী যে মেট্রো সেটা ছাড়বে সকাল ৭টার বদলে ৭টা ৫ মিনিটে। অন্য়দিকে শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৫ মিনিটে। আর সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা বেজে ৪০ মিনিটে।

আরও পড়ুন- Sealdah Division Local Train: শিয়ালদহ শাখার যাত্রীদের জন্য প্রচণ্ড সুখবর, কবে থেকে সব লোকাল ১২ কামরার?

আরও পড়ুন- রোজই চড়েন লোকাল ট্রেনে, জানেন সেটা EMU নাকি MEMU? পার্থক্য কোথায়? জানুন সহজে

kolkata metro Sealdah Sealdah Metro Station