Train movement in Sealdah Section: শিয়ালদহ শাখার ট্রেনে যাতায়াত করেন? এখবর আগে জানুন! নয়তো দুর্ভোগের শেষ থাকবে না
Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেনগুলিতে প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন। শহরতলি কিংবা জেলা, প্রতি দিন কাতারে কাতারে যাত্রী, স্কুল, কলেজের পড়ুয়া শিয়ালদহ শাখার লোকাল ট্রেনগুলিতে যাতায়াত করেন। তবে এবার এই লোকাল ট্রেনের চলাচল নিয়েই বড় খবর।
Many train will be cancell in Sealdah Division: দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশনগুলোর একটি হল এরাজ্যের শিয়ালদহ। সেই স্টেশনের পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে। রুট রিলে ইন্টারলকিং (RRI) প্যানেল থেকে একটি দ্বৈত ভিডিইউ (VDU) সিস্টেম-সহ একটি ইলেকট্রনিক্স ইন্টারলকিং (EI) সিস্টেম চালু হয়েছে। ১২ বগির ট্রেনের জন্য প্ল্যাটফর্ম ১ থেকে ৫-এর সম্প্রসারণ করা হচ্ছে। এরই সঙ্গে ওভারহেড ইকুইপমেন্ট (OHE) পোর্টাল এবং ডিসি ট্র্যাক সার্কিট বসানোর কাজও চলছে। এরই পাশাপাশি, স্টেশনের সিগন্যালিং এবং টেলি যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ করা হবে।
Advertisment
এই বিশেষ কারণের জেরে ৭ জুন প্রাক-এনআই কাজ এবং ৮ এবং ৯ জুন নন-ইন্টারলকিং কাজের জন্য শিয়ালদহে ট্রেন চলাচলের নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। গত দু'দিনে গুচ্ছ গুচ্ছ ট্রেন বাতিল হয়েছে। কাজের দিনে বাড়ি থেকে বেড়িয়ে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয়েছে যাত্রীদের। এব্যাপারে বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হল।
শিয়ালদহের ২১টি প্ল্যাটফর্মের মধ্যে ৫টি বন্ধ। তবে ১৬টি প্ল্যাটফর্ম চালু।
এই ডিভিশনের ৮৯৪টি লোকাল ট্রেনের মধ্যে ৮০৬টি এই তিন দিন চালু।
শিয়ালদহ দক্ষিণ বিভাগের ডায়মন্ড হারবার, নামখানা, লক্ষীকান্তপুর, ক্যানিং, বজবজ, সোনারপুর থেকে আসা ট্রেনগুলো স্বাভাবিক নিয়মেই চলবে।
শিয়ালদহ মেন/নর্থ সেকশনের নৈহাটি, রানাঘাট, হাসনাবাদ, বারাসাত, বনগাঁ জং, কৃষ্ণনগর জং এবং অন্যান্য জায়গা থেকে আসা লোকাল ট্রেনগুলো ১২ থেকে ১৫ মিনিট পরপর চলছে।
যাত্রীদের অসুবিধা দূর করতে এই সময় বেশিসংখ্যক ১২ কোচের ইএমইউ চালানো হচ্ছে।
এই সময়কালে শিয়ালদহ-আজমেঢ় এসএফ এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদহ-বালুরঘাট এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল এসএফ এক্সপ্রেস, শিয়ালদহ-লালগোলা প্যাসেঞ্জার- শিয়ালদহ স্টেশনের বদলে কলকাতা স্টেশন থেকে একই সময়ে চলাচল করছে।
বেশ কিছু ট্রেন দমদম এবং দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করছে।