scorecardresearch

কর্ণাটকের মুখ উজ্বল করলেন বঙ্গতনয়া! সোনার মেয়ের নজিরবিহীন কীর্তিকে কুর্ণিশ!

ভিনরাজ্যেও সেরার সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নিলেন বঙ্গতনয়া।

Sebanti Hui figured on the toppers’ list at the State level in the ISC examination
ভিনরাজ্য়েও বাজিমাত বঙ্গতনয়ার।

ভিনরাজ্যেও সেরার সেরা হওয়ার শিরোপা ছিনিয়ে নিলেন বঙ্গতনয়া। পূর্ব বর্ধমানের মেয়ের নজিরবিহীন কীর্তি! এবছর আইএসসি পরীক্ষায় কর্ণাটকে টপারদের লিস্টে রয়েছে সেবন্তী হুইয়ের নাম। আইএসসি-তে ৯৯.২৫ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই বঙ্গতনয়া। যুগান্তকারী এই সাফল্যের শিখর ছোঁয়ার পরেও উচ্ছ্বাসের স্রোতে ভাসতে চান না তরুণী। বরং সংকল্পে দৃঢ় থেকে আগামীর লক্ষ্যে এগিয়ে যেতে চান তিনি।

রবিবারই আইএসসি ও আইসিএসই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আইএসসি-তে কর্ণাটকের টপারদের লিস্টে রয়েছেন পূর্ব বর্ধমানের বাসিন্দা সেবন্তী হুই। তাঁর বাবা দীপ্তেন্দ্র হুই পেশায় ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে হঙকঙে থাকেন তিনি। সেবন্তীর মা সায়ন্তনী হুই একজন অঙ্কন শিক্ষিকা। রবিবার দুপুরে যখন পরীক্ষার ফল প্রকাশ হয় সেই সময়ে হংকঙেই ছিলেন সেবন্তী। নিজের এই নজিরবিহীন কীর্তিতে উচ্ছ্বসিত তরুণী।

আরও পড়ুন- ফের ‘গুন্ডাগিরি’ অ্যাম্বুলেন্স চালকের, মৃত শিশুর দেহ ব্যাগে ভরে বাসে সওয়ার বাবা

ভবিষ্যতে ইংরেজির অধ্যাপক হওয়ার ইচ্ছা আছে তাঁর। তার পড়াশোনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, “যেদিন স্কুল থাকত না ওই দিন প্রায় ৮-১০ ঘন্টা পড়াশোনা করেছি। স্কুলের দিনে ৩-৪ ঘন্টা পড়াশোনা করেছি। আমার পড়াশোনার সবচেয়ে বড় ফ্যাক্টর সম্ভবত নোট তৈরি করা। আমি সবসময় যেগুলো পড়তাম সেগুলোকে বিস্তারিতভাবে জটিল নোটে রূপান্তর করে ফেলতাম। এর থেকে লেখাপড়ার ক্ষেত্রে সুবিধা মিলত।”

তবে নিজের এমন চমকপ্রদ রেজাল্টে খানিকটা হলেও অবাক হয়েছেন তিনি। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইংরেজি কোর এবং ইলেকটিভ ইংরেজির ছাত্রী সেবন্তীর কথায়, ”ইংরেজি ইলেকটিভে স্কোর করা খুব সহজ নয়। সুতরাং ৯৯ শতাংশ নম্বর পাওয়াটা বিস্ময়ের মতোই।”

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Sebanti hui figured on the toppers list at the state level in the isc examination602300