Advertisment

সমুদ্রপৃষ্টে ফের তৈরি ঘূর্ণিঝড়, ধেয়ে আসবে উপকূলে

মৌসম ভবন জানিয়েছে রবিবার একটি গভীর নিম্মচাপ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেখানে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এখনও আমফান ক্ষত পুরোপুরি সাড়েনি। এরই মাঝে ফের তৈরি হল আরেক ঘূর্ণিঝড়ের। মৌসম ভবন জানিয়েছে রবিবার একটি গভীর নিম্মচাপ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেখানে তৈরি হয়েছে একটি ঘূর্ণিঝড়। এই মুহুর্তে আরব সাগরের উপর থাকলেও ক্রমশই পূর্ব এবং উত্তর পথ ধরে কর্ণাটক উপকূলের দিকে আসবে।

Advertisment

মৌসম ভবনের সর্বশেষ বুলেটিন অনুসারে "নিম্মচাপটি আগামী ২৪ ঘন্টায় আরও গভীর নিম্মচাপে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যে সেটা ঘূর্ণিঝড়ের আকার নেবে।" যদিও এর প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এখনও পর্যন্ত মৌসম ভবন জানাচ্ছে এর গতিপথ উত্তর মহারাষ্ট্র এবং গুজরাট। যার প্রভাবে সেখানে প্রবল বৃষ্টিপাতের আশা থাকছে।

আরও পড়ুন, নয়া আবিষ্কৃত ভ্যাকসিনের কার্যকারীতা নিয়ে ৯৯ শতাংশ নিশ্চিত চিনের ওষুধ প্রস্তুতকারক সংস্থা

তবে এই নিম্মচাপের ফলে বর্ষার আগামন তাড়াতাড়ি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। মৌসম ভবনের আধিকারিক সূত্রে খবর, আগামী ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে কেরালায় বর্ষা ঢুকছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহ না হলেও বর্ষা ঢুকতে খুব বেশি দেরি নাও হতে পারে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather
Advertisment