Advertisment

আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত, 'খুশি নই', বললেন আনিসের বাবা

আনিস খান হত্যা মামলার তদন্তে সিটের উপরই আস্থা রেখছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
second time autopsy not happy with court order says Anis khans father

সিবিআই তদন্তেই অনড় সালেম খান।

আনিস খান হত্যা মামলার তদন্তে সিটের উপরই আস্থা রেখছে কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশে দ্বিতীয়বার নিহত ছাত্রনেতার দেহের ময়নাতদন্ত হবে। এছাড়াও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বেশ কয়েকটি শর্ত দিয়েছে হাইকোর্ট। কিন্তু এই নির্দেশে খুশি নয় আনিস খানের পরিবার। পরবর্তী আইনি পদক্ষেপের বিবেচনা করছেন বলে জানিয়েছেন নিহত ছাত্রনেতার বাবা সালেম খান।

Advertisment

ছোট ছেলের খুনীদের ধরতে সিবিআই তদন্তেই অনড় আনিসের বাবা। সালেম খান বলেছেন, 'হাইকোর্টের রায়ে আমি খুশি নই। আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ করতে পারি।' এদিও স্পষ্টভাবে জানিয়েছেন, যে পুলিশ তাঁর ছেলেকে মেরেছে তাদেরই গঠন করা সিটের তদন্তে কোনও আস্থা নেই।

বৃস্পতিবার, কলকাতা হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে যে, জেলা জজের পর্যবেক্ষণে দেহ তুলে আনিস খানের দেহের দ্ববিতীয়বার ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের রিপোর্ট দ্রুত সিটের হাতে দিতে হবে। হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে আনিসের উদ্ধার হওয়া মোবাইলটি। যার তথ্য সংরক্ষণ করবে সিএফএসএল। তদন্তে টিআই প্যারেড হবে। সিট আগামী ২ সপ্তাহের মধ্যে আনিস হত্যার রিপোর্ট আদালতেও জমা দেবে।

আগেই দ্বিতীয়বার আনিসের দেহের ময়নাতদন্ত করতে চেয়েছিল সিট। কিন্তু, পরিবার সেই অনুমতি দেয়নি। সিটের তদন্তে তাদের আস্থা নেই বলে সাফ জানিয়েছিলেন মৃত ছাত্রের বাবা সালেম খান। তবে জানিয়েছিলেন যে, সিবিআই বা আদালত চাইলে ছোট ছেলের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করার ক্ষেত্রে তাঁর কোনও আপত্তি নেই।

আরও পড়ুন- উত্তাল আমতা, মমতার হুঁশিয়ারির পরও আনিসের বাবার পাশে দাঁড়িয়ে নবান্ন অভিযানের ডাক

আরও পড়ুন- কার নির্দেশে আনিসের বাড়িতে? বিস্ফোরক বয়ান ধৃত ২ পুলিশকর্মীর

Calcutta High Court West Bengal Anis Khan Murder Anis Khan death
Advertisment