যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পড়ুয়ার মৃত্যুর দায় কার? র্যাগিংয়ের বলি ওই ছাত্র? উত্তরের খোঁজে পরিবার থেকে শুরু করে পুলিশ প্রশাসন তদুপরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। পড়ুয়া মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে ১১ জনের একটি কমিটি গড়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১১ জনের ওই কমিটিতে রাখা হয়েছে ৭ অধ্যাপক, ৩ পড়ুয়া এবং ১ চিকিৎসককে।
নদিয়ার বগুলা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিলেন ওই ছাত্র। তবে তাঁর স্বপ্ন পূরণ অধরাই থেকে গেল। বিশ্ববিদ্যালয়ের প্রথম দু'দিনের ক্লাস ভালোই লেগেছিল তাঁর। ফোনে সেকথা তিনি জানিয়েও ছিলেন পরিবারকে। তবে তাল কাটে গত বুধবার। মাকে তিনি ফোনে বলেছিলেন, 'বড্ড ভয় করছে, তোমরা আমাকে বাড়ি নিয়ে যাও'। তবে তাঁর ভয় পাওয়ার কারণ সেই সময়ে তিনি স্পষ্ট করেননি। তার কয়েক মুহূর্ত পরেই সব শেষ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে গুরুতর জখম হয় ওই পড়ুয়া। হাসপাতালে কয়েক ঘণ্টা থাকার পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন ছাত্র।
র্যাগিংয়ের শিকার হয়েছেন তিনি, এমনই অভিযোগ পরিবারের। এমনকী বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপকও সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না। অভিযোগের তির হস্টেলের কয়েকজন আবাসিকের বিরুদ্ধে। পুলিশি তদন্ত এগোলেও এখনও পাকা প্রমাণ হাতে আসেনি।
আরও পড়ুন- একধাক্কায় ৩৫০ প্রাথমিক শিক্ষককে জিজ্ঞাসাবাদ, বিরাট নির্দেশ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি’র
যদিও বিশ্ববিদ্যালয়ে র্যাগিং অভিযোগ খতিয়ে দেখতে কোমর বেঁধে নেমেছে কর্তৃপক্ষও। শুক্রবার সকালে রাজভবনে গিয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একটি দল। বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং কমিটির প্রতিনিধিরিা এদিন বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে।
আরও পড়ুন- ছাত্র মৃত্যুর দায় কার? রাজ্যপাল-রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন মানবাধিকার সংগঠনের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের প্রথম বর্ষের ছাত্র ছিলেন নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্র। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় তাঁর। মৃত ছাত্রের পরিবারের দাবি, র্যাগিংয়ের শিকার হয়েছেন ওই ছাত্র। এমনকী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কয়েকজনেরও ওই একই দাবি। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ।
তদন্তে নেমে ইতিমধ্যেই ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপারকে এক দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১০ ছাত্রকে আজ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। তবে তাঁদের কেউই এদিন পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হননি। তদন্তে অসহযোগিতা করছেন তাঁরা, এমনই খবর সূত্রের।
আরও পড়ুন- প্রাথমিক শিক্ষক নিয়োগে কারা চাকরি’র যোগ্য? বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
এদিকে, গতকাল ছাত্রের মৃত্যুর খবর পাওয়ার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি। সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়েছেন আচার্য।