Advertisment

Somnath Shyam: 'খুন হতে পারি', সাংঘাতিক আশঙ্কার পরই বাড়ল অর্জুন 'শত্রু' সোমনাথের নিরাপত্তা

Somnath Shyam Partha Bhowmick's Security Increased: কেন বাড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলের 'বাহুবলী' বিধায়ক ও রাজ্যের মন্ত্রীর সুরক্ষা? এ নিয়ে মুখ খোলেননি সোমনাথ শ্যাম ও পার্থ ভৌমিক।

author-image
IE Bangla Web Desk
New Update
security of jagaddal tmc mla somnath shyam increased after fearing that he might be killed , খুন হতে পারি এই আশঙ্কার পরই বাড়ল জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথের নিরাপত্তা

জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম।

Somnath Shyam's Security Increased: অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম, তৃণমূলের এই দুই 'বাহুবলী'র দ্বৈরথে সবসময় অস্থির ব্যারাকপুর শিল্পাঞ্চল। অস্বস্তি শাসক শিবিরে। এসবের মধ্যেই শুক্রবার রাতে সাংঘাতিক আশঙ্কা প্রকাশ করে। এলাকায় অশান্তি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে টিটাগড়ের দলীয় সভা থেকে খুন হতে পারেন বলে আশঙ্কার কথা শোনান জগদ্দলের তৃণমূল বিধায়ক। এরপর ২৪ ঘন্টা অতিক্রমের আগেই সোমনাথের নিরাপত্তা বাড়াল প্রশাসন।

Advertisment

টিটাগড়ের দলীয় সভায় গতকাল (১২ জানুয়ারি) সোমনাথ বলেছিলেন, 'আমারও কাল খুন হতে পারে। আমিও মরে যেতে পারি। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাব।' শনিবার দেখা যায়, নিরাপত্তা বাড়ানো হয়েছে জগদ্দলের বিধায়কের। এখন বিধায়কের নিরাপত্তা নিশ্চিত করতে থাকবেন ১০ জন দেহরক্ষী। অর্থাৎ চারজন দেহরক্ষী বাড়ানো হয়েছে।

আরও পড়ুন- Saints Assaulted In Purulia: বাংলায় সাধুদের ফেলে মার, ‘তোষণ’ তোপ মোদীর দাপুটে মন্ত্রীর, উত্তপ্ত বঙ্গ রাজনীতি

কী কারণে সোমনাথ শ্যামের নিরাপত্তা বাড়াল? বিধায়কের দাবি, 'কেন বাড়ানো হয়েছে সেটা প্রশাসন বলতে পারবে। আমাকে শুধু বলা হয়েছে, আরও চারজন নিরাপত্তারক্ষী বাড়ানো হয়েছে।' নিরাপত্তা বাড়লেও এই 'বহুবলী' বিধায়কের ঘোষণা, 'আমি বিনা সিকিউরিটিতেও চলতে পারি। রাজীব গান্ধীর সঙ্গেও নিরাপত্তা রক্ষী থাকতো কিন্তু উনিও খুন হয়েছিলেন।'

সোমনাথ শ্যামেরই সঙ্গেই নিরাপত্তা বেড়েছে রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূলের অন্যতম মুখ পার্থ ভৌমিকেরও। মন্ত্রীর নিরাপত্তা নিশ্চিৎ করতে চার জন দেহরক্ষী বাড়ানো হয়েছে। এখন থেকে পার্থ ভৌমিকেরও নিরাপত্তার দায়িত্বে থাকবেন দশ জন নিরাপত্তারক্ষী। এর কারণ জানাতে পারেননি সেচমন্ত্রী।

tmc partha chatterjee Arjun Singh Somnath Shyam
Advertisment