New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/mamata-banerjee-759.jpg)
(ফাইল চিত্র)
সমবায় ক্ষেত্রে মহিলাদের মধ্যে রোজগার ও কাজের সুযোগ সৃষ্টিতে পশ্চিমবঙ্গের এই শিরোপার কথা জানিয়েছে নাবার্ড।
(ফাইল চিত্র)
রাজ্য সরকারের মুকুটে আরও একটি পালক যোগ হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানিয়েছেন। সোমবার টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গত আর্থিক বছরে সমবায় ক্ষেত্রে সারা দেশের মধ্যে ক্রেডিট লিংকেজে সবচেয়ে এগিয়ে রয়েছে এ রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি।
I am very happy to share with all of you that during 2018-2019, West Bengal’s performance of credit linkage of Self Help Groups in the Cooperative Sector is highest in the country 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2019
সমবায় ক্ষেত্রে মহিলাদের মধ্যে রোজগার ও কাজের সুযোগ সৃষ্টিতে পশ্চিমবঙ্গের এই শিরোপার কথা জানিয়েছে নাবার্ড।
As per report of NABARD, West Bengal provided credit to 97, 535 Self Help Groups in the Cooperative Sector, leading to huge creation of employment and income generation, mostly among women.
My best best wishes to all 2/2
— Mamata Banerjee (@MamataOfficial) July 15, 2019
এ মাসের গোড়াতেই তফশিলি জাতির উন্নয়নের ব্যাপারে কেন্দ্রের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে রাজ্য সরকার। গত ২ জুলাই এ নিয়ে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।