Self-help group women protest-Jamalpur: টাকা আত্মসাতের অভিযোগে এবার বিডিও অফিসে তালা ঝোলালেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বর্ধমানের জামালপুরে। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা দুর্নীতি ও বঞ্চনার কথা লেখা পোস্টার হাতে নিয়ে এদিন বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন। উপযুক্ত ব্যবস্থার দাবিতে বিডিও অফিসের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।
প্রশাসনিক কর্তাদের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ক্ষোভ এলাকার কয়েকজন তৃণমূল নেতাকে নিয়েও। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি তোলার পাশাপাশি এদিন ব্লকের সমস্ত গোষ্ঠীর পরিচালন সমিতির দ্রুত নির্বাচনেরও দাবি তুলেছেন মহিলারা। স্বনির্ভর গোষ্ঠী (Self Help Group)তৈরিতে ‘দেশের সেরা’ স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গ। ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের বিচারে বাংলার এই শিরোপা পাওয়ার কথা গর্বের সাথে অনেক আগেই মুখ্যমন্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন।
তবে এবার জামালপুরের স্বনির্ভর গোষ্ঠীর আনা অভিযোগে সেই গর্বই যেন চুরমার হতে বসেছে। একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আনা অভিযোগগুলিও যথেষ্ট চমকে দেওয়ার মতোই। তাঁরা অভিযোগ করেছেন, প্রায় ৪-৫ বছর ধরে ব্লক প্রশাসন, ব্লক তৃণমূলের সভাপতি, পঞ্চায়েতের প্রধান, উপ-প্রধান-সহ লেডি গ্রাম সেবিকার (lGS) বিরুদ্ধে স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাৎ ও অনিয়মে মদত দেওয়ার অভিযোগ জানিয়ে আসছেন। ন্যায় বিচার চেয়ে তারা জেলা প্রশাসনের নানা মহলে বহু আবেদন করেছেন।
আরও পড়ুন- ‘এরা কী ভেবেছে! মগের মুলুক?’ সরকারি দফতরকে তুলোধনা করে সোচ্চার তৃণমূলেরই বিধায়ক
জামালপুর ব্লকের ১৩ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর পরিচালন কমিটির নির্বাচন করানোরও দাবি রয়েছে তাঁদের। সুবিচারও না মেলায় এবার তাই এভাবে তাঁরা আন্দোলনে নেমেছেন। স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা এদিন জামালপুর বিডিও অফিসের গেটের সামনে জড়ো হন। তাদের হাতে ছিল বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত হাতে লেখা পোস্টার। স্বনির্ভর গোষ্ঠীর কোটি কোটি টাকা আত্মসাৎ ও নানা অনিয়ম বিষয়ে লেখা পোস্টার হাতে নিয়ে তার প্রথমে জামালপুরের ব্লকের বিডিও অফিসের গেটের সামনে স্লোগান দেওয়া শুরু করেন। পরে বিডিও অফিসের মূল গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। স্বনির্ভর গোষ্ঠীর নেত্রীরা তাঁদের বক্তব্যের মাধ্যমে ব্লকের শাসক দলের নেতা থেকে শুরুকরে ব্লক প্রশাসনের কর্তা ও লেডি গ্রাম সেবিকাকে কার্যত তুলোধনা করেন।
আরও পড়ুন- RG Kar Protest: আরজি করে কর্মবিরতি ওঠার নামই নেই! নতুন করে কী জানালেন আন্দোলনরত চিকিৎসকরা?
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও অভিযোগ, স্কুল ড্রেস তৈরির নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হয়েছে জামালপুরে। সেলাইয়ের ট্রেনিং সম্পূর্ণ করা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে স্কুল ড্রেস তৈরি করানোর নির্দেশ থাকলেও তা মানা হয়নি বলে অভিযোগ তাঁদের। সুতির বদলে টেরিকটের কাপড়ের নিম্নমানের স্কুল ড্রেস ঘুর পথে আমদানি করে সেগুলি স্কুলে স্কুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এমনকী সরকারিভাবে দেওয়া ছাগল, হাঁস, মুরগির বিলিতেও চরম অনিয়ম হয়ে চলেছে বলে অভিযোগ উঠেছে।
জামালপুরের বিডিও পার্থসারথি দে বলেন, "স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা অনিয়ম ও দুর্নীতির যে অভিযোগ তুলেছেন, সেটা আমার সময়ে ঘটেনি। আগের ঘটনা। স্বনির্ভর গোষ্ঠীর ভোট যথা সময়েই হবে। ওদের ভোটার লিস্ট তৈরির কাজ এখন চলছে।" এদিকে বিক্ষোভরত মহিলারা অনিয়মের ক্ষেত্রে যে তৃণমূল নেতাকে দায়ী করেছেন সেই ব্লক তৃণমূলের সভাপতি মেহেমুদ খান বলেন, “মহিলা স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম নিয়ে খবরদারি করার কোনও ক্ষমতা প্রশাসন আমায় দেয়নি। কাজেই গোষ্ঠীর কাজকর্ম নিয়ে আমার হস্তক্ষেপ করারও কোন জায়গা নেই। সিপিএম ও বিজেপির কাছ থেকে মদত পেয়ে জামালপুরের কিছু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তৃণমূলের বদনাম করতে এই সব মিথ্যা অভিযোগ তুলছে।"