Advertisment

উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে এবার ব্যাপক রদবদল, জানুন নয়া নিয়ম

কেমন হবে নতুন পদ্ধতি?

author-image
IE Bangla Web Desk
New Update
WB HS 2026

২০২৪ সালের একাদশে যেসব পড়ুয়া ভর্তি হবে তারাই নয়া পদ্ধতিতে পরীক্ষা দেবে।

একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সব পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে, সেই সব পড়ুয়ারা এই নয়া নিয়মের আওতায় পড়বে। সেমেস্টার পদ্ধতিতে মূল্যায়নের প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে। ২০২১ সালে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন সেমেস্টার পদ্ধতিতে করার প্রস্তাব রাজ্যকে দিয়েছিল সংসদ। গত সোমবার সংসদের প্রস্তাবেই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Advertisment

কেমন হবে উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি?

সংসদ সূত্রে জানা গিয়েছে, একাদশ শ্রেণিতে দু'টি এবং দ্বাদশ শ্রেণিতে দু'টি সেমেস্টার হবে। ২০২৪ সালে যেসব পড়ুয়া একাদশে ভর্তি হবে তারা নভেম্বরে প্রথম সেমেস্টারে বসবে। একাদশ শ্রেণির দ্বিতীয় তথা শেষ সেমেস্টার হবে ২০২৫ সালের মার্চে। ওই বছর নভেম্বরে হবে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টার। ২০২৬ সালের মার্চে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার।

দ্বাদশ শ্রেণির দু'টো সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।

প্রশ্ন পদ্ধতি?

নভেম্বর মাসে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারে প্রশ্ন হবে এমসিকিউ ধরণের। অর্থাৎ, ওএমআর শিটে উত্তর লিখতে হবে পড়ুয়াদের। আপাতত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সিদ্ধান্ত এমনই। দ্বাদশের দ্বিতীয় সেমেস্টারে পড়ুয়াদের বিষয়ের উপর ছোট, বড় মিলিয়ে প্রশ্নের উত্তর লিখতে হবে। তবে প্র্যাকটিকাল পরীক্ষা একটাই হবে। সেমেস্টার অনুয়ায়ী প্র্যাকটিকাল পরীক্ষা ভাগ হবে না।

সংসদ সূত্রে খবর, সর্বভারতীয় স্তরে প্রায় সব পরীক্ষাই ওএমআর শিটে দিতে হয়। তাই বাংলার পড়ুয়ারা সর্বভারতীয় ক্ষেত্রে অভ্যস্ত করতেই ওএমআর ফরম্যাটে পরীক্ষায় আয়োজন।

নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সেমেস্টার পদ্ধতি চালু করার প্রস্তাব রয়েছে জাতীয় শিক্ষানীতি বা এনইপি)-তে। কিন্তু রাজ্যের শিক্ষানীতিতে রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতি চালুর প্রস্তাব।

HS Council West Bengal HS Exam higher secondary examination
Advertisment