Advertisment

Digha: পর্যটকদের জন্য বড় খবর! দিঘার ট্রেনের সময়সূচিতে বিরাট বদল রেলের

South Eastern Railway: এমনিতেই ফাঁসিদেওয়ায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে গত কয়েকদিন ধরেই একাধিক রুটের ট্রেন বাতিল কিংবা তার সময়ে বদল আনা হচ্ছে। এবার দিঘা রুটের ট্রেন ঢোকা ও ছাড়ার সময়েও বদলের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
ser trains rescheduled due to late running of link train howrah digha tamralipta kandari express

প্রতীকী ছবি।

Digha: দিঘা-গামী কিংবা দিঘা থেকে কলকাতার দিকে ফেরার ট্রেনের সময়ে বড়সড় বদলের ঘোষণা রেলের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে গত কয়েকদিন ধরেই একাধিক রুটের ট্রেন বাতিল কিংবা তার সময়ে বদল আনা হচ্ছে। এবার দিঘা রুটের ট্রেন ঢোকা ও ছাড়ার সময়েও বদলের কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে।

Advertisment

লিঙ্ক ট্রেন দেরিতে ঢোকার কারণে আজ ১২৮৫৭ হাওড়া- দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল ৬.৪৫ মিনিটের বদলে সকাল ৮টায় হাওড়া থেকে ছেড়েছে। একইভাবে ১২৮৫৮ দিঘা-হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আজ সকাল ১০.৩৫ মিনিটের পরিবর্তে সকাল ১১.৫০ মিনিটে দিঘা থেকে ছেড়েছে। এক্ষেত্রেও লিঙ্ক ট্রেনের দেরিতে ঢোকার কারণ বলা হয়েছে।

২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস লিংক ট্রেন দেরিতে চলার কারণে আজ বেলা ২.২৫ মিনিটের বদলে বিকেল ৩.৪০ মিনিটে হাওড়া থেকে ছাড়ার কথা।

আরও পড়ুন- Eastern Railway: উত্তরবঙ্গ যাচ্ছেন? আগে পড়ুন এই খবর! হাওড়া-NJP রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের সময় বদল

২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারি এক্সপ্রেস আজ সন্ধে ৬.২৫ মিনিটের বদলে সন্ধে ৭.৪০ মিনিটে দিঘা থেকে হাওড়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এক্ষেত্রেও লিঙ্ক ট্রেন দেরিতে চলার কারণ বলা হয়েছে রেলের তরফে।

আরও পড়ুন- Ilish: নয়া উপায়ে ইলিশ চাষে যুগান্তকারী সফলতা! ভাঁড়ার উপচে আয়, এবার বছরভর খান ইলিশ

trains rescheduled kandari express tamralipta express Digha Howrah
Advertisment