Advertisment

RG Kar Incident: আরজি কর হাসপাতালে ভাংচুর কাণ্ডে স্ক্যানারে DYFI, তলব মীনাক্ষী সহ সাত নেতা-নেত্রীকে

উল্লেখ্য আরজি কর হাসপাতালে ভাংচুরের ঘটনায় ইতিমধ্যেই মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
RG Kar Incident

আরজি কর হাসপাতালে ভাংচুর কাণ্ডে স্ক্যানারে DYFI, তলব মীনাক্ষী সহ সাত নেতা-নেত্রীকে

RG Kar Incident: আরজি কর হাসপাতালে ভাংচুরের ঘটনায় এবার তলব করা হল DYFI র নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাত জনকে। তলব করল লালবাজারের 'গুণ্ডা দমন শাখা'। যে সাত জনকে তলব করা হয়েছে তাদের আজ ও আগামীকাল হাজিরার জন্য বলা হয়েছে।

Advertisment

উল্লেখ্য আরজি কর হাসপাতালে ভাংচুরের ঘটনায় ইতিমধ্যেই মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাংচুরের দিন আরজি করের মূল গেটের উল্টোদিকে একটি মঞ্চ পাতা হয়েছিল। ভাংচুরের ঘটনায় সময় সেখানে DYFI-SFI-র কর্মী সমর্থকরা ছিল বলে দাবি লালবাজারের।

পুলিশ আধিকারিকরা বেশ কয়েকটি বিষয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারেন। মূলত জানতে চাওয়া হতে পারে, কোন ভাবে যারা তান্ডব চালাচ্ছেন তাদের সঙ্গে DYFI-SFI-র কর্মী-সমর্থকরা কোন ভাবে জড়িত কিনা, পাশাপাশি জানতে চাওয়া হতে পারে যদি হামলাকারীদের সঙ্গে তাদের কোন যোজসাজশ না থাকে তাহলে কেন হাতে DYFI-র পতাকা নিয়ে তাদের উৎসাহ দেওয়া হচ্ছিল?

আরও পড়ুন - < Student Death: তৃণমূল বিধায়কের কলেজে খুন ফার্মাসির ছাত্র? হস্টেলে মিলল নিথর দেহ, মারাত্মক অভিযোগ পরিবারের! >

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুন কাণ্ডে উত্তাল গোটা বাংলা। ইতিমধ্যেই মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। গতকাল টানা প্রশ্নবাণের পর আজ সকালে ফের তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা। শনিবার সকালে অ্যাপ ক্যাবে চেপে সিজিও কমপ্লেক্সের দফতরে পৌঁছোন সন্দীপ ঘোষ। এখনও চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।

lalbazar Minakshi Mukherjee RGKar medical college &amp; hospital
Advertisment