'বেঙ্গল ফর বিজনেস'- এই আপ্তবাক্যকে মাথায় রেখে মঙ্গলবার থেকে রাজ্যে শুরু হতে চলেছে দুই দিনের সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। রাজারহাটে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের পাশাপাশি আলিপুরের ধনধান্য স্টেডিয়ামেও সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে থাকার কথা বিশ্ব ব্যাংক এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর প্রতিনিধিদের। পাশাপাশি, এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন দেশ-বিদেশের ৩০-৪০ জন শিল্পপতিও। সম্প্রতি দুবাই থেকে স্পেন, একাধিক দেশ সফর করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরে মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছিলেন। তার মধ্যে অন্যতম ছিল দুবাইয়ের লুলু গ্রুপ। সেই লুলু গ্রুপ মুখ্যমন্ত্রীর সফরের সময়ই বাংলায় বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। বিশ্ববঙ্গ সম্মেলনে ওই বিজনেস গ্রুপ বাংলায় বিনিয়োগের ঘোষণা করতে পারে।
সূত্রের খবর, এই সম্মেলনে উপস্থিত থাকতে পারেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার, শিল্পপতি মুকেশ অম্বানি। থাকতে পারেন শিল্পপতি সজ্জন জিন্দল। বাংলার বিশিষ্ট শিল্পপতিরাও সভায় থাকবেন বলেই কথা রয়েছে। যার মধ্যে রয়েছে আরপিজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা, আইটিসি গ্রুপের কর্তা সঞ্জীব পুরী, চ্যাটার্জি গ্রুপের কর্তা পূর্ণেন্দু চ্যাটার্জি, বেঙ্গল অম্বুজার কর্ণধার হর্ষবর্ধন নেওটিয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন জেলাগুলোকে শিল্প দিয়ে সাজাতে। সেই মত, রাজ্যের বিভিন্ন প্রান্তে শিল্প পার্ক তৈরি হয়েছে। সেই সব শিল্প পার্কে শিল্পপতিরা বিনিয়োগ করুক। এমনটাই চাইছেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ আসতে পারে। গত সম্মেলন থেকে ৩.৪২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছিল। রাজ্য সরকার আশাবাদী, এবার বিনিয়োগ আসার ফলে রাজ্যে কর্মসংস্থান কয়েকগুণ বৃদ্ধি পাবে। বিশেষ করে বিনিয়োগ আসতে পারে পোলট্রি, দুধ, মাংস প্রক্রিয়াকরণ, মৎস প্রক্রিয়াকরণের মত বিভিন্ন ক্ষেত্রে। সেসব কথা মাথায় রেখে ইতিমধ্যেই শহরজুড়ে বাণিজ্য সম্মেলনের পোস্টার, ব্যানার পড়েছে। সূত্রের খবর, এই সম্মেলনের প্রস্তুতি নিতে মুখ্যমন্ত্রীর শিল্প উপদেষ্টা প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে গত ছয় মাস ধরে বিভিন্ন শিল্পগোষ্ঠীর সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন।
আরও পড়ুন- মমতার একুশের সভাস্থলেই এবার অমিত শাহ? হাইকোর্টের অনুমতিতে শোরগোল
যদিও এই সম্মেলনকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, 'পশ্চিমবঙ্গে শিল্প সম্মেলনের নামে কোটি কোটি টাকা খরচ করা হয়। কিন্তু, তারপরও কোনও শিল্প সংস্থা এরাজ্যে বিনিয়োগে রাজি হয় না। এমনকী, টাটা গোষ্ঠীর মত শিল্প সংস্থাকেও তৃণমূল কংগ্রেস এরাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। আসলে এরাজ্যে শিল্পের পরিবেশই নেই।' পালটা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, 'এটা শিল্প উৎসব। এর গুরুত্ব বিজেপির মত সার্কাস পার্টির লোকজন বুঝতে পারবে না।'