Bengal Weather Forecast: সপ্তাহান্তে আনতে প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলায়-জেলায়। এক কথায় উইকেন্ডে জোরালো বৃষ্টির প্রবল প্রতাপ দেখবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েক দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়েই রইল আজকের আবহাওয়ার খবর।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
উত্তর বঙ্গোপসাগরে থাকা ঘূর্ণাবর্তটি ঘনীভূত হওয়ার জেরে সাগর উত্তাল। আগামী শনি ও রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধু উপকূলের জেলাগুলি নয়, বাকি জেলাগুলিতেও ভালোমতো বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
কলকাতার ওয়েদার আপডেট
শুক্রবার সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। ঝিরঝিরে বৃষ্টি হয়েছে তিলোত্তমা মহানগরীতে। শহর কলকাতায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেলা বাড়লে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার বিভিন্ন অংশে।
আরও পড়ুন- নবান্ন অভিযানে হিংসার আশঙ্কা! আটকাতে হাইকোর্টের দ্বারস্থ রাজ্য
আরও পড়ুন- RG Kar Incident: মালদা মেডিকেলে আরজি কর শীর্ষ কর্তার প্রবেশে চরম হুঁশিয়ারি, গর্জে উঠলেন জুনিয়ার ডাক্তাররা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
এমনিতেই চলতি বর্ষার মরশুমে উত্তরবঙ্গের সর্বত্র ভালোমতো বৃষ্টি হয়েছে। বৃষ্টি চলছে এখনও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে মালদা, দুই দিনাজপুর সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে।
আরও পড়ুন- Mamata Banerjee: অভিষেকের দেখানো পথেই হাঁটলেন মমতা, ধর্ষণ রুখতে কড়া চিঠি মোদীকে
আরও পড়ুন- আরজি কর কাণ্ডের প্রতিবাদ, BJP-স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধু্ন্ধুমার, আটক শুভেন্দু-শমীকরা