Advertisment

দাবি আদায়ে টানা রেল রোকো কুড়মিদের, বাতিল একগুচ্ছ ট্রেন, দেখুন তালিকা

হাওড়া থেকে আজও বাতিল বহু ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
several train are cancelled from howrah due to rail roko by kurmi community

দাবি আদায়ে টানা অবরোধে কুড়মি সমাজ।

সারনা ধর্মের স্বীকৃতি ও কুড়মি সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের আওতায় আনা-সহ একাধিক দাবিতে টানা রেল রোকো অভিযানে নাকাল পরিস্থিতি। রাঢ়বঙ্গের জেলায়-জেলায় দিকে-দিকে রেল-সড়ক অবরোধ। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে একগুচ্ছ ট্রেন বাতিল। প্রবল গরমে যাত্রী ভোগান্তি চরমে। শুধু রেল অবরোধই নয়, দাবি আদায়ে একাধিক রাস্তায় অবরোধে কুড়মি সম্প্রদায়।

Advertisment
publive-image

দাবি আদায়ে অনড় কুড়মি সমাজ। লাগাতার ট্রেন অবরোধ করে চলছে বিক্ষোভ। কুড়মি সম্প্রদায়ের এই অবরোধ-বিক্ষোভের জেরে আজও পুরুলিয়ার আগ্রা ডিভিশনে বিপর্যস্ত ট্রেন চলাচল। বহু ট্রেন বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুটও বদল করে দেওয়া হয়েছে।

publive-image

আরও পড়ুন- শীতলকুচির পর হাঁসখালি, ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলিতে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা

কুড়মি সমাজের তরফে জানানো হয়েছে দাবি পূরণ না হলে রবিবার থেকে আন্দোলনের ঝাঁঝ তাঁরা আরও বাড়াবেন। শুধু রেলপথই নয়, দাবি আদায়ে পশ্চিম মেদিনীপুরে জাতীয় সড়কেও অবরোধ করেছেন আদিবাসীরা। খেমাশুলিতে ৬ নং জাতীয় সড়ক অবরোধের জেরে দুর্ভোগ চরমে উঠেছে। রাস্তায় সারি দিয়ে আটকে গিয়েছে বহু গাড়ি।

publive-image

এদিকে, আজও আদিবাসী কুড়মি সমাজের এই রেল রোকোর জেরে দক্ষিণ-পূর্ব রেলওয়ে ডিভিশন ৫৮টি ট্রেন বাতিল করেছে। তালিকা দিয়ে বাতিল হওয়া ট্রেনগুলির নাম জানানো হয়েছে রেলের তরফে। এছাড়াও ৪টি ট্রেনের রুটও বদল করা হয়েছে।

West Bengal Rail Roko kurmi Andolon
Advertisment