Advertisment

রবিবার হাওড়া শাখায় একগুচ্ছ ট্রেন বাতিল, আগেভাগে দেখে নিন তালিকা

রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণের কাজ চলার জেরে রবিবার হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
eastern railway has removed the 20 km barrier on UTS on mobile app

প্রতীকী ছবি।

রেলের পরিকাঠামোগত রক্ষণাবেক্ষণের কাজ চলার জেরে রবিবার হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার জেরে হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া এবং খনা-গুমানি শাখায় ২৬ নভেম্বর (রবিবার) মেগা ট্র্যাফিক এবং পাওয়ার ব্লকের পরিকল্পনা করা হয়েছে। এরই জেরে রবিবার বেশ কিছু ট্রেন যেমন রবিবার হাওড়া শাখায় চলবে না, তেমনই বদলানো হবে কয়েকটি ট্রেনের সময়সূচিও।

Advertisment

রবিবার কোন কোন ট্রেন বাতিল?

হাওড়া থেকে ৩৭৩১৫, ব্যান্ডেল থেকে ৩৭৫৩৪, ৩৭৭৪৯, নৈহাটি থেকে ৩৭৫৩৩, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫, আজিমগঞ্জ থেকে ০৩০৯৬।

যে ট্রেনগুলির সময় বদল…

৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল- ৩০ মিনিট।
৩২২৩৪ ডানকুনি-শিয়ালদহ লোকাল- ৪৫ মিনিট।
১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস- ৩০ মিনিট।
১২৩৩৮ বোলপুর-হাওড়া এক্সপ্রেস- ১৫ মিনিট।
০৩০৮৩ কাটোয়া-হাওড়া প্যাসেঞ্জার- ২০ মিনিট।
৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকাল- ২০ মিনিট।
১৩০১৬ জামালপুর-হাওড়া এক্সপ্রেস- ২০ মিনিট।
৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল- ২০ মিমনিট।
১৩০১৫ হাড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস- ১১০ মিনিট।
১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস- ৭৫ মিনিট।

Howrah West Bengal Indian Railways Local Train Train Cancel
Advertisment