Advertisment

চরম শোরগোল, প্ল্যাকার্ড হাতে-স্লোগান দিয়ে মহঃ সেলিমের বাড়ি ঘেরাও যৌন কর্মীদের

তাঁদের প্রতি অবমানামূলক মন্তব্যের পর ক্ষমা না চাওয়া পর্যন্ত এ ধরণের প্রতিবাদ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা যৌন কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Sex workers gherao CPIM State Secretary Md Salims house , সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বাড়ি ঘেরাও করলেন যৌন কর্মীরা। বুধবার দুপুরের এই ঘটনায় শোরগোল পড়ে যায়। তবে এই ঘেরাওয়ের বিষয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদকের থেকে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘেরাওয়ের সময় আদৌ তিনি বাড়িতে ছিলেন কী না, তাও জানা যায়নি। তাঁদের প্রতি অবমানামূলক মন্তব্যের পর ক্ষমা না চাওয়া পর্যন্ত এ ধরণের প্রতিবাদ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা যৌন কর্মীরা।

Advertisment

গত সোমবার সিপিআএমের রাজ্য সম্পাদকের একটি টুইটকে ঘিরে প্রবল বিতর্ক হয়। বর্তমানে চোখের চিকিৎসা করাতে আমেরিকায় গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্কিন সফরের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে শেয়ার করেন ডায়মন্ড হারবারের সাংসদ। ওই ছবির সূত্র ধরেই অভিষেককে আক্রমণ করেন মহঃ সেলিম। তাঁর টুইটে নিশানায় ইংরেজিতে উল্লেখ ছিল 'প্রস্টিটিউট' শব্দের। যার বাংলা অর্থ  'পতিতা' বা ' বারবণিতা'।

এই শব্দে নানা মহল থেকে আপত্তি ওঠে। সূত্রে খবর, আলিমুদ্দিনের অন্দরেও নিন্দার ঝড় ওঠে। দলের মহিলা শাখার অনেকেই সিপিআইএম রাজ্য সম্পাদকের শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই গত মঙ্গলবার তাঁর পোস্ট করা গত সোমবারের নিজের টুইট থেকে'প্রস্টিটিউট' শব্দটি সরিয়ে দেন সেলিম। বদলে লেখেন 'সেক্স ওয়ার্কার' বা 'যৌন কর্মী'।

আন্দোলনকারী যৌন কর্মীদের অভিযোগ, মহঃ সেলিমের ব্যবহার করা শব্দে তাঁদের অবমাননা হয়েছে। প্রতিবাদে রীতিমত প্ল্যাকার্ড হাতে, স্লোগান তুলে বুধবার মোমিনপুর পেট্রোল পাম্পের সামনে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের বাড়ি ঘেরাও করেন যৌন কর্মীরা। যাকে কেন্দ্র করে হইচই পড়ে যায়।

CPIM Mohammed Salim
Advertisment