Advertisment

SFI-TMCP Clashes: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মালদার কলেজে টিএমসিপি- এসএফআই সংঘর্ষ

আর জি কর কান্ডের প্রতিবাদে কলেজের মধ্যে মুখ্যমন্ত্রীকে কটুক্তি করায় কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি।

author-image
IE Bangla Web Desk
New Update
SFI-TMCP clashes at Maldah on RG Kar Incident:

আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মালদার কলেজে টিএমসিপি- এসএফআই সংঘর্ষ

RG Kar Incident: আর জি কর কান্ডের প্রতিবাদে কলেজের মধ্যে মুখ্যমন্ত্রীকে কটুক্তি করায় কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে হাতাহাতি।পুলিশের সামনে চলল ধাক্কাধাক্কি।একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ।

Advertisment

এসএফআইএর প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের স্লোগান উঠতেই মেজাজ হারায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।তাদের দাবি কলেজের মধ্যে অরাজনৈতিক ভাবে প্রতিবাদ হবে। এই ধরনের স্লোগান বা কটুক্তি করা যাবে না।তৃণমূল ছাত্র পরিষদের আরো অভিযোগ এসএফআইএর বহিরাগতরা জোর করে ছাত্র-ছাত্রীদের আনছিল।যদিও এস এফ আইয়ের অভিযোগ তাদের মারধর করেছে তৃণমূল ছাত্র পরিষদ। পুলিশ নীরব দর্শক হয়ে দেখেছে। মালদার হরিশ্চন্দ্রপুরের কলেজের ঘটনা।

এস এফ আই এর রাজ্য কমিটির সদস্য সইদুল ইসলাম বলেন,এদিন এই কলেজের এসএফআই ইউনিটের পক্ষ থেকে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।বাম ছাত্র সংগঠনের কর্মীদের হাতে ছিল প্ল্যাকার্ড।এই ঘটনায় তারা রাজ্য সরকারকে দায়ী করে।স্লোগান তুলে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ।তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বলা হয় আগামীকাল অরাজনৈতিক ভাবে প্রতিবাদ হবে। এই ভাবে মুখ্যমন্ত্রীকে কটুক্তি মূলক স্লোগান দিয়ে রাজনৈতিক প্রতিবাদ করা যাবে না।এই নিয়ে বিবাদ থেকেই রণক্ষেত্র পরিস্থিতি

ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।বাম ছাত্র সংগঠনকে সেখানে প্রতিবাদ সভা করতে না দেওয়ায় তাদের নিয়ে সিপিএম নেতৃত্ব হরিশ্চন্দ্রপুর একটি প্রতিবাদ মিছিল করে।সেখান থেকেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি এবং মালদা জেলার পুলিশ সুপারকে কটাক্ষ করে।

তৃণমূল ছাত্র পরিষদের নেতা আসরাফুল হকের দাবি তাদের মারধর করা হয়েছে। প্রথম বর্ষের কলেজ ছাত্রছাত্রীদের জোর করে আনছিল এসএফআইয়ের বহিরাগতরা। মুখ্যমন্ত্রীকে নিয়ে অশালীন ভাবে কটুক্তি করছিল। তাই তারা প্রতিবাদ করেছিল। সমগ্র ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RGKar medical college & hospital SFI TMCP
Advertisment