Advertisment

Shahjahan Sheikh: শীঘ্রই গ্রেফতার সন্দেশখালির শাহজাহান শেখ? তৃণমূল মুখপাত্রের দাবিতে চরম চাঞ্চল্য

Sandeshkhali case: বিজেপি নেতৃত্বের দাবি শাহজাহান শেখ-কে পুলিশই আশ্রয় দিয়েছে লুকিয়ে থাকার জন্য। সোমবারই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, 'রাজ্য পুলিশের আশ্রয়েই রয়েছে শাহজাহান শেখ। পুলিশ ওকে গ্রেফতার করবে না। একমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে এই মামলার ভার গেলেই ওকে খুঁজে পাওয়া যাবে।'

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

TMC spokesperson Riju Dutta on Sheikh Shahjahan's arrest: সন্দেশখালিতে গত ৫ জানুয়ারি ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার কানমারি এবং সরবেড়িয়া এলাকায় তল্লাশি চালিয়ে সেদিনের হামলায় জড়িত সন্দেহে আনারুল মোল্লা, আজিজুল শেখ এবং হাজিনুর শেখকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেশখালি মামলায় এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৭। তবে ঘটনার পর ১১ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা মৃল অভিযুক্ত শাহজাহান শেখ।

Advertisment

কোথায় সন্দেশখালির 'ভাই' শাহজাহান শেখ? এখনও এই 'বাহুবলী' তৃণমূল নেতাকে ধরতে পারেনি পুলিশ। যা নিয়ে সোমবারই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নে তুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। এদিকে ওইদিনই সন্দেশখালি মামলায় যুক্ত হতে চেয়ে আইজীবী মারফৎ কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন শাহজাহান। পাল্টা বিচারপতির প্রশ্ন ছিল, 'কেন ওই দিনের হামলায় মূল অভিযুক্ত শাহজাহান আত্মসমর্পণ করছেন না?'

'ফেরার' শাহজাহান নিয়ে অস্বস্তি বাড়ছে তৃণমূলের। প্রশ্নের মুখে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসবের মধ্যেই সন্দেশখালির শাহজাহানের গ্রেফতারি নিয়ে তাৎপর্যপূর্ণ দাবি করেছেন তৃণমূল মুখপাত্র ঋজু দত্ত। মঙ্গলবারই নিজের এক্স হ্যান্ডেলে ঋজু লখেছেন, 'শেখ শাহজাহান, কে বঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা খুঁজছে, তাঁর গ্রেফতারি সময়ের অপেক্ষা।'

ওই সোশাল মিডিয়া পোস্টে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র ঋজু। লিখেছেন, 'শেখ শাহজাহান, কে বঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় সংস্থা খুঁজছে, তাঁর গ্রেফতারি সময়ের অপেক্ষা। কিন্তু বিজেপির নেতারা যখন বড় বড় কথা বলে, আগে জবাব দিক - কেন বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে ৪১ কেজি গাঁজা পাওয়া গেল, আর শুভেন্দু, সুকান্ত ও দিলীপ বাবুর ওর সাথে কি সম্পর্ক? যখন বিজেপি প্রশ্ন করে কেন শেখ শাহজাহান অধরা, তাহলে আগে বলুক - কেন বিলকিস বানো-র ধর্ষকরা এখনও গুজরাটে অধরা?? তাই গাঁজাখোর বিজেপির উচিত আগে নিজেদের পর্দার পিছনের নোংরামি দেখা, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিয়ে কথা বলা॥'

বিজেপি নেতৃত্বের দাবি শাহজাহান শেখ-কে পুলিশই আশ্রয় দিয়েছে লুকিয়ে থাকার জন্য। সোমবারই রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, 'রাজ্য পুলিশের আশ্রয়েই রয়েছে শাহজাহান শেখ। পুলিশ ওকে গ্রেফতার করবে না। একমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে এই মামলার ভার গেলেই ওকে খুঁজে পাওয়া যাবে।' অন্যদিকে, গত শনিবার বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর দাবি করেছিলেন যে, তৃণমূলের শাহজাহান বাংলাদেশের পাশাপাশি রহিঙ্গা জোগাড় করতে মায়ানমারেও পালাতে পারেন। বলেছিলেন, 'পুলিশের পক্ষে ওকে খোঁজা সম্ভব নয়, কারণ রহিঙ্গা গোছাতে শাহজাহান বাংলাদেশ বা মায়ানমারে পালালে তো ওকে খোঁজা যাবে না। সন্দেশখালিতে যে তুলকালাম হয়েছিল তার দ্বিগুণ করতেই হয় তো ও এই দেশ গুলোতে রহিঙ্গা ধরতে গিয়েছে। পুলিশই শেলটা দিয়ে ওকে বার করে দিয়েছে। এরা তো অ্যান্টি ন্যাশনালিস্ট। ওর সাজা হবেই।'

আরও পড়ুন- ISF: বিজেপির পথেই এবার ‘ভাইজানে’র আইএসএফ! হাইকোর্টের দ্বারস্থ নওশাদরা

ইডির নজরে তৃণমূলের শাহজাহান শেখ। এই অবস্থায় তৃণমূল মুখপাত্রের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার, সত্যিই কী ঋজু দত্তের দাবি মত, শাহজাহানের গ্রেফতারি স্রেফ সময়ের অপেক্ষা কিনা।

আরও পড়ুন- Nusarat Jahan: ফ্ল্যাট ‘প্রতারণা’ মামলায় বিপাকে অভিনেত্রী-সাংসদ নুসরত, কী নির্দেশ আদালতের?

tmc Enforcement Directorate Sandeshkhali sheikh shahjahan tmc seikh shahjahan
Advertisment