Advertisment

Lok Sabha Election 2024: 'আমি দেশ বিরোধী নই', কেন এমন ব্যাখ্যা মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থীর?

Malda South Constituency: গত সোমবার এক্স হ্যান্ডেল পোস্টে অমিত মালব্য শাহনওয়াজ রাইহানকে‘হিন্দু বিরোধী’, ‘উগ্রবাদী’ বলে আক্রমণ করেন। শাহনওয়াজকে স্টুডেন্ট ইসলামিক ওরগানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেও দাবি করা হয়।

IE Bangla Web Desk এবং Rajit Das
New Update
Shahnawaz Ali Raihan TMC Malda South Lok Sabha Election 2024 , শাহনওয়াজ আলি রাইহান মালদা দক্ষিণ লোকসভা ভোট ২০২৪

TMC: মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান।

Shahnawaz Ali Raihan TMC: মালদা দক্ষিণ, কংগ্রেসের শক্তিশালী এই গড়ে তৃণমূল বাজি ধরেছে ৪২ বছরের শিক্ষাবিদ তথা প্রাক্তন সাংবাদিক শাহনওয়াজ আলি রাইহানের উপর। এরপরই মালদা পৌঁছে যান রাইহান। দলীয় প্রার্থীকে সম্বর্ধনা জানাতে তৃণমূলের জেলা নেতৃত্ব মালদা টাউন স্টেশনে ভিড় জমান। সেখান থেকেই প্রার্থীকে তৃণমূলের জেলা কার্যালয় নিয়ে যাওয়া হয়। সেখানেই শাহনওয়াজ আলি রাইহানকে বার বার বলতে শোনা যায়, 'আমি ভারতের বিরোধী নই, বিজেপির বিরোধী।'

Advertisment

প্রচারের শুরুতেই কেন এমন ব্যাখ্যা দিচ্ছেন এই তৃণমূল প্রার্থী?

গত রবিবারই বাংলার ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। এরপর সোমবার বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলাম ও মাবদা দক্ষিণের তৃণমূল প্রার্থীকে নিশানা করেন বিজেপি নেতা অমিত মালব্য। এক্স হ্যান্ডেল পোস্টে মালব্য শাহনওয়াজ রাইহানকে‘হিন্দু বিরোধী’, ‘উগ্রবাদী’ বলে আক্রমণ করেন। শাহনওয়াজকে স্টুডেন্ট ইসলামিক ওরগানাইজেশন অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেও দাবি করা হয়।

এক্স হ্যান্ডেলে মালব্য লিখেছিলেন, 'মালদা দক্ষিণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী শাহনওয়াজ আলি রেহান হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার (SIO) সঙ্গে সক্রিয় রয়েছেন। তিনি জামাত-ই-ইসলামির ছাত্র শাখা SIO-র ন্যাশানাল সেক্রেটারি ছিলেন, যার মূল সংস্থা বাংলাদেশ জামাত-ই-ইসলামি বাংলাদেশের হিন্দুদের বিরুদ্ধে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের নেপথ্যে ছিল।'

আরও পড়ুন- Arjun Singh: সকালে ‘একরোখা’ অর্জুনের চ্যালেঞ্জ তৃণমূলের পার্থকে, দুপুরে জবাব মমতার

মালব্যের সংযোজন ছিল '২০২০ সালের অক্টোবর মাসে ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সি, দিল্লি এবং কাশ্মীর স্থিত ৯টি এনজিও এবং ট্রাস্টে অভিযান চালায়। সেগুলি শিক্ষা, জনস্বাস্থ্যের মতো নানান কল্যাণমূলক কর্মকাণ্ডের নামে দান ও ব্যবসায়িক অবদানের মাধ্যমে দেশ-বিদেশে তহবিল সংগ্রহ করছিল। ন্যাশানাল ইনভেস্টিগেশন এজেন্সির দাবি, সংগৃহীত এই তহবিল হাওয়ালা, নগদ কুরিয়রের মতো নানান পদ্ধতিতে জম্মু-কাশ্মীরে পাঠানো হত পূর্ববর্তী রাজ্যগুলিতে সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর এবং বজায় রাখার জন্য। এগুলির মধ্যে দিল্লির হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন অন্যতম ছিল।'

এরপরও না থেমে অমিত মালব্য লিখেন, ‘সাবাশ! মমতা বন্দ্যোপাধ্যায় একজন উগ্রবাদী, হিন্দু বিরোধী, ইসলামিক গোঁড়া মালদা দক্ষিণের মতো একটি স্পর্শকাতর সীমান্ত নির্বাচনী এলাকায় প্রার্থী করার জন্য। যার ভারত বিরোধী অবস্থান পরিচিত।’

বিজেপির এই শীর্ষ নেতার তোলা অভিযোগেই কী অস্বস্তিতে মালদা দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান? তাই কি ভোটের প্রচারে মালদায় পৌঁছে তিনি বলছেন, 'বিজেপি দেশদ্রোহী বলে আমাকে খোঁচা খাওয়া বাঘ করে দিয়েছে। আমি ভারতের বিরোধী নয়, বিজেপির বিরোধী। কেন্দ্রের মোদী সরকারের এনআরসি লাগু করার বিরুদ্ধে লন্ডনে আন্দোলন করেছিলাম। বাংলা তথা দেশ ভাগের রাজনীতির বিরুদ্ধে লড়াই করব।'

tmc bjp Mamata Banerjee abhishek banerjee Malda Maldah Shahnawaz Ali Raihan
Advertisment