Advertisment

Ration Scam: "হ্যাঁগো! চেহারার কী হাল করেছো?", রেশনকাণ্ডে ধৃত শঙ্করের পায়ে গড়াগড়ি খেয়ে কান্না স্ত্রীর!

Shankar Adhya: গত কয়েকদিনে একাধিকবার রেশন দুর্নীতি মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে আদালতে পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গত কয়েকদিনে বারবার আদালতে তোলা ও বেরনোর পথে পরিবারের সদস্যদের দেখা পেয়েছেন শঙ্কর। যদিও আলাদা করে কথা বলার সুযোগ হয়নি, তবে সাক্ষাৎ হয়েছে। শনিবার ফের একবার আদালত থেকে বেরনোর পথে স্ত্রী জ্যেৎস্নার সামনা-সামনি হলেন শঙ্কর আঢ্য। স্বামীকে দেখে এদিন আদালত চত্বরেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁর স্ত্রীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shankar Adhya, Ration Scam, Ed, শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতি, ইডি

Ration Scam: রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত শঙ্কর আঢ্যকে দফায় দফায় জেরা করছে ইডি।

Ration Scam: রেশন দুর্নীতি মামলায় সর্বশেষ গ্রেফতার হয়েছেন বনগাঁর প্রাক্তন পুরপ্রধান তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। ইডি হেফাজতেই রয়েছেন তিনি। শঙ্করকে আদালতে তোলা-বেরনোর সময় গত কয়েকদিনে বারবার দেখা গিয়েছে তাঁর পরিবারের সদস্যদের। এবার শনিবার ঘটল আরও এক কাণ্ড!

Advertisment

রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এদিন আদালতে তোলা হয়েছিল বনগাঁর (Bongaon) প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে (Shankar Adhya)। আদালত থেকে বেরনোর পথেই একেবারে তৃণমূল (TMC) নেতার পায়ের কাছে গিয়ে লুটিয়ে পড়ে হাউহাউ করে কাঁদতে দেখা গেল তাঁর স্ত্রীকে। স্বামীর মুখের দিকে বলে স্ত্রী জ্যোৎস্না আঢ্য বলে উঠলেন, "হ্যাঁ গো! চেহারার এ কী হাল করেছো? তোমাকে তো দেখে চেনাই যাচ্ছে না।" একথা বলতে বলতে হাউ হাউ করে কাঁদতে থাকেন শঙ্কর-পত্নী। পরে শঙ্করই টেনে তোলেন তাঁর স্ত্রীকে। সেখান থেকে জ্যেৎস্না আঢ্যকে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে ইডি (ED) গ্রেফতার করেছে বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে। ইতিমধ্যেই শঙ্করের একাধিক সংস্থার হদিশ মিলেছে। কেন্দ্রীয় সংস্থার সন্দেহ ওই সব সংস্থা মারফত রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হতো। এই কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) সঙ্গে শঙ্কর আঢ্যর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি ইডির।

আরও পড়ুন- দিঘার কাছেই পর্যটকদের স্বার্থে অভূতপূর্ব তৎপরতা! প্রশাসনের অনন্য সাধারণ উদ্যোগ চর্চায়!

হেফাজতে নিয়ে বারবার জ্যোতিপ্রিয়র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা সম্পর্কে তথ্য চেয়েছেন তদন্তকারীরা। তবে ইডি সূত্রের দাবি, জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমানদের (Bakibur Rahman) সঙ্গে ঘনিষ্ঠতার কথা এড়িয়ে গিয়েছেন তিনি। এছাড়াও পাহাড়-প্রমাণ এই দুর্নীতি প্রসঙ্গে এখনও বহু তথ্যই শঙ্কর আঢ্য গোপন করে রয়েছেন বলে সন্দেহ ইডির।

আরও পড়ুন- Travel: মন জুড়িয়ে হৃদয় রাঙাবে অপরূপ এই সমুদ্র সৈকত! কলকাতার কাছেই এপ্রান্তের খোঁজ জানতেন?

সেই কারণেই তাঁকে দফায় দফায় জেরা চলছে। এদিকে, রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সন্দেশখালির (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহাজাহান (Seikh Shahjahan) এখনও অধরা। তার বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনার পর ১৫ দিন কেটে গেলেও বাহুবলী তৃণমূল নেতার নাগাল এখনও পায়নি রাজ্য পুলিশ।

Shankar Adhya West Bengal ED Ration Scam
Advertisment