scorecardresearch

একটানা জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল ED-র জালে

ধৃত প্রোমোটারের সল্টলেকের ফ্ল্যাটে একটানা ৩৭ ঘণ্টা ধরে চলে ইডি-র ম্যারাথন তল্লাশি।

Shantanu Banerjee close ayan sil arrested by ED
শান্তুন বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ব্যবসায়ী অয়ন শীল গ্রেফতার।

টানা জিজ্ঞাসাবাদের পর শেষমেশ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেফতার করল ইডি। সোমবার ভোররাতে তাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই প্রোমোটারের সল্টলেকের ফ্ল্যাটে একটানা ৩৭ ঘণ্টা ধরে চলে ইডি-র ম্যারাথন তল্লাশি। ইডি সূত্রের খবর, অয়নের ফ্ল্যাট থেকে প্রথমে উদ্ধার হয় শিক্ষকের চাকরি প্রার্থীদের নামের তালিকা, অ্যাডমিট কার্ড ও বেশ কিছু ডিজিটাল ডকুমেন্ট। এরপর মেলে ৩৫০টি ওএমআর শিট। দফায়-দফায় জিজ্ঞাসাবাদ শেষে শেষমেশ তাকে গ্রেফতার করা হয়।

ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই প্রোমোটারের হদিশ মেলে। তার বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখেন তদন্তকারীরা। সূত্রের খবর, অয়ন শীলের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঘেঁটে ৫০ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য মিলেছে।

আরও পড়ুন- নোবেলজয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী, শান্তিনিকেতনে তুমুল শোরগোল

অয়নের ফ্ল্যাটে থাকা একটি কম্পিউটারের হার্ডডিস্ক খতিয়ে দেখে চোখ কপালে ওঠার জোগাড় দুঁদে ইডি অফিসারদেরও। ওই হার্ড ডিস্কে রাজ্যের বেশ কয়েকটি পুরসভায় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি ছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুরসভাগুলিতে নিয়োগের ক্ষেত্রেও শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের যোগ নিয়ে জল্পনা ছড়ায়।

সোমবা ভোররাতে অয়ন শীলকে গ্রেফতার করার পর তাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের দফতরে নিয়ে যায় ইডি। আপাতত সেখানেই তাকে আরও জেরা করা হবে। অয়নকে জেরা করে নিয়োগ দুর্নীতির তদন্তে মিলতে পারে চমকপ্রদ আরও একাধিক তথ্য। এমনই মনে করছেন ইডির অফিসাররা।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Shantanu banerjee close ayan sil arrested by ed