বেলা গড়াতেই দুঃসংবাদ, প্রয়াত পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
সকাল ১১টা ১০ নাগাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাওড়ার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই মৃত্যু হয় বর্ষীয়ান লেখকের।
হাওড়ার বাসিন্দা ষষ্ঠীপদ বাবু অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। তিনবার স্ট্রোক হয়েছিল তাঁর। জানুয়ারি মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি। আবারও মার্চ মাসে শারীরিক অবনতি ঘটে তাঁর। হাওড়ার হাসপাতালে তারপর চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। শুক্রবার সকালে পরলোকগমন করেন।
ঠিক যেন কয়েক যুগের অবসান। একসময়, পাণ্ডব গোয়েন্দা মানেই যেন আবেগ। হাওড়ার খুরুটে জন্মগ্রহণ করেন তিনি। ছোট থেকেই রহস্য এবং রোমাঞ্চে ভরপুর ছিলেন তিনি। দারুণ প্রিয় ছিল এই ধরনের গল্প-কবিতা। কিশোর বয়সের পাঠকদের মধ্যে এক আলাদা উন্মাদনা জাগিয়ে তুলেছিলেন ষষ্ঠীপদ বাবু।শোকের ছায়া পরিবারে। জানানো হয়েছে, আজই তাঁর মরদেহ নিজস্ব বাসভবনে নিয়ে আসা হবে। এবং আজই দাহ হবে তাঁর মরদেহ।