লজ্জিত শতরূপ! কুণালকে কোন শব্দে বিঁধে অনুতাপে ‘মরছেন’ বামেদের তরুণ তুর্কি?

কুণাল ঘোষকে আক্রমণ শানিয়ে এবার ঢোক গিললেন সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ভট্টাচার্য।

Shatarup Ghosh regrets criticized Kunal Ghosh
লজ্জিত শতরূপ!

কুণাল ঘোষকে নজিরবিহীন আক্রমণ শানিয়ে এবার ঢোক গিললেন সিপিআইএমের তরুণ নেতা শতরূপ ভট্টাচার্য। শতরূপের বাবার কিনে দেওয়া ২২ লাখি গাড়ি নিয়ে তাঁকে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। পাল্টা তৃণমূল নেতাকে আক্রমণ শানাতে গিয়ে তিনি টেস্ট টিউব বেবি কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন শতরূপ। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়। শতরূপের এহেন আক্রমণ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনেকেই সমালোচনায় সরব হন। এমনকী কুণাল ঘোষ তাঁকে আইনি চিঠি পর্যন্ত পাঠিয়েছেন বলে জানা যায়। তবে শেষমেশ কুণালকে বিঁধে ‘টেস্ট টিউব বেবি’ মন্তব্যে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ শতরূপের।

উল্লেখ্য, শতরূপকে আক্রমণ শানিয়ে এর আগে সোশ্যাল মিডিয়ায় কুণাল লিখেছিলেন, ‘২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন, ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম ও আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230. গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছেন ক্রেতা।’ তিনি আরও লিখেছিলেন, ‘হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি? হোলটাইমার ২২ লাখি গাড়ি কিনছে, পার্টি জানে? সর্বহারার দলের হোলটাইমার কমরেডের ২২ লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?’

আরও পড়ুন- মুসলিমদের মমতার বড় বার্তা, ‘শান্ত থাকুন, আমার উপর ছাড়ুন’

কুণালের এই আক্রমণের পাল্টা বলতে গিয়ে শতরূপ তাঁকে তুলোধনা করেন। এমনকী তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে বিঁধে শতরূপ বলেছিলেন, ‘আমি জানি না উনি টেস্ট টউব বেবি কিনা’। শতরূপের এই বক্তব্যের পরেই তাঁকে আইনি নোটিস পাঠিয়েছিলেন কুণাল ঘোষ। এবার সরাসরি কুণালকে নিয়ে ‘টেস্ট টিউব বেবি’ মন্তব্যে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ বামেদের তরুণ নেতার।

আরও পড়ুন- শিবপুরে অশান্তি: দায়ী মমতাই! তদন্তে NIA,CBI চেয়ে হাইকোর্টে শুভেন্দু

শতরূপ বলেন, ‘আমি এটা বলে অত্যন্ত লজ্জিত। আমার এটা বলা উচিত হয়নি। আমার বাবার কেনা একটা সম্পত্তি নিয়ে বলেছিল। কিছুটা ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিয়েছিলাম। আমি সত্যি তার জন্য অত্যন্ত লজ্জিত। একজন মানুষ হিসেবেও লজ্জিত। তবে কুণাল ঘোষের বিরুদ্ধে বাকি যা যা বলেছি সেগুলো সত্যি। প্রয়োজন মতো আমরা বাসে-ট্রেনে চড়ি। তবে কোনওটাই চুরির টাকায় নয়।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Shatarup ghosh regrets criticized kunal ghosh

Next Story
শিবপুরে অশান্তি: দায়ী মমতাই! তদন্তে NIA,CBI চেয়ে হাইকোর্টে শুভেন্দু
Exit mobile version