Myanmar Earthquake Updates: মায়ানমারে মৃতের সংখ্যা ২ হাজার পার! সাহায্যে মোদীর কাছে বিশেষ অনুরোধ শত্রুঘ্ন সিনহার

Shatrughan Sinha On Myanmar Earthquake: দুর্যোগের পর সোমবার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সামরিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Shatrughan Sinha On Myanmar Earthquake: দুর্যোগের পর সোমবার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সামরিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Myanmar quake toll crosses 2,000

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৬ জনে দাঁড়িয়েছে।

Shatrughan Sinha On Myanmar Earthquake: মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২০৫৬ জন নিহত, ৩৯০০ জনেরও বেশি আহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনও চলছে। এখনও নিখোঁজ ২৭০ জন। ৭ দিনের জাতীয় শোক ঘোষণা। 

Advertisment

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৬ জনে দাঁড়িয়েছে। সোমবার মায়নামারের সামরিক সরকার এই তথ্য দিয়েছে। আহতের সংখ্যা বেড়ে ৩৯০০-এরও বেশি হয়েছে। একই সময়ে, ২৭০ জন এখনও নিখোঁজ রয়েছেন।

এই দুর্যোগের পর সোমবার সাত দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সামরিক সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ৬ এপ্রিল পর্যন্ত সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এটাই কী ইরানের প্রতি ট্রাম্পের শেষ সতর্কবার্তা? ভয়ঙ্কর পরিণতিতে কাঁপবে বিশ্ব?

Advertisment

এর মাঝেই প্রধানমন্ত্রী মোদীর কাছে সাংসদ তহবিল থেকে আর্থিক সাহায্যে অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ জানিয়েছেন  আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার। এর আগে তিনি মায়ানমার ও থাইল্যান্ড ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টও করেন। আসানসোলের সাংসদ বলেন, প্রধানমন্ত্রী মোদী যদি চলচিত্র শিল্প বিশেষ করে প্রাক্তন ও বর্তমান তারকা, প্রযোজক, পরিচালকদের, কাছে সাহায্যের আবেদন করেন তাহলে তা সকলকে উৎসাহিত করবে। সকলেই এগিয়ে এসে সাহায্যের হাত বাড়াবে"। 

ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যে মায়নামারে অপারেশন ব্রহ্মা শুরু করেছে, শুক্রবার ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের বিপর্যস্ত মায়নামার। ভূমিকম্পবিধ্বস্ত মায়ানমারে তাঁবু, স্লিপিং ব্যাগ এবং চিকিৎসা সরঞ্জাম সহ  ত্রাণ সামগ্রী পাঠিয়েছে পাঠিয়েছে ভারত, পাশাপাশি NDFR টিমও ভূমিকম্প বিধ্বস্ত মায়নামারে পাঠিয়েছে ভারত।

earthquake