পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ আগেই উত্তেজনা ছড়িয়েছিল। বাড়ি-গাড়ি পুড়েছে। চলেছে বোমাবাজি, গুলি। ভাঙড়ে ঝরে গিয়েছে বেশ কয়েকটি প্রাণ। এই পরিস্থিতির জন্য একে অপরে দুষেছে তৃণমূল ও আইএসএফ। একে অপরকে নিশানা করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি ও ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা দলের ভাঙড় এলাকার দায়িত্বে থাকা নেতা শওকত মোল্লা। তৃণমূলের 'ডাকাবুকো' নেতা শওকত নৌশাদকে 'সমাজ বিরোধী' বলে দুষেছিলেন। পাল্টা নৌশাদও 'গুন্ডাবাহিনী' বলে ক্যানিংয়ের বিধায়ককে তুলোধনা করেছিলেন। কিন্তু, সোমবারই হঠাৎই এই অবস্থার বদল লক্ষ্য করা গিয়েছে। একে অপরকে নিশানা তো দূর, উল্টে নৌশাদ ও শওকত হাসি মুখে পাশাপাশি বসে একে অপরকে 'দাদা, ভাই' বলে সম্বোধন করলেন। একে অপরের কাছে তুলে ধরলেন পঞ্চায়েত ভোট, হিংসা নিয়ে নিজেদের কথা।
কমিটির বৈঠকের আগে সোমবার বিধানসভার বারান্দায় মুখোমুখি হয়ে পড়েন নৌশাদ সিদ্দিকি ও শওকত মোল্লা। তাঁদের দেখেই সংবাদ মাধ্যমের হুড়োহুড়ি শুরু হয়ে যায়। শৌকতকে নৌশাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করা হয়। সাময়িক ইতস্ততবোধ কাটিয়ে হাসিমুখেই এগিয়ে আসেন তৃণমূল বিধায়ক! এরপরই পাশাপাশি দাঁড়িয়েই একে অপরকে 'দাদা' ও 'ভাই' সম্বোধন করেন বাংলার দুই বিধায়ক। দু'জনের মুখেই উঠে আসে ভাঙড় প্রসঙ্গ।
একে অপরকে কী বললেন শওকত ও নৌশাদ?
নৌশাদ সিদ্দিকি- 'শওকত দা আমার দাদার মত। আমরা কলিগ। আশা করি আমাকে উনি গাইড করবেন যাতে ভাঙড়ে সুষ্ঠু নির্বাচন হয়।'
শওকত মোল্লা- 'গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে। আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন। আমি বলব ছোটভাই নৌশাদকে ভাঙড়ে যাতে গন্ডগোল কম করতে।'
নৌশাদ সিদ্দিকি- 'বড় দাদাই জানের বাইরে থেকে কোথা থেকে লোক নিয়ে আসছেন। এনাদের হাতেই পুলিশ ক্যামেরাআছে।আমাদের কেউ দোষ করলে শাস্তি পাবে। তবে চাইব বড় দাদাই শান্তিপূর্ণভাবে ভোটের জন্য আমাদের গাইড করুন।'
শওকত মোল্লা- 'ভাঙড়ে তৃণমূলের কোনও কর্মী, সমর্থকই বাইরের নয়। বাইরের লোক আনার প্রশ্নই নেই। প্রতিটি মানুষের মৃত্যুই দুঃখজনক। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে ভাঙড়ে। ওরা যদি ভাঙড়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তা হলে আমরা সবসময় রাজি।'
নৌশাদ সিদ্দিকি- 'কোনও রাজনীতির হিসাবে মানুষের মৃত্যুকে বিচার করা ঠিক নয়। কোনও মানুষের মৃত্যুই কাঙ্খিত নয়। আশা করা যেতে পারে ভাঙড়ে আর গন্ডগোল, রক্তপাত হবে না।'
বিধানসভার এই সৌজন্য কী আদৌ পঞ্চায়েত ভোটের দিন বজায় থাকবে? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এখন সেটাই দেখার।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোটে CBI নির্দেশ: রাজ্যের আবেদনে শেষমেশ কী জানাল ডিভিশন বেঞ্চ?