Advertisment

Sheikh Shahjahan: দিনের পর দিন বেপাত্তা সন্দেশখালির শেখ শাহজাহান, অথচ খামতি নেই আগাম জামিনের আবেদনের

Sandeshkhali Incident: গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। অভিযোগ ওঠে, হাজার হাজার গ্রামবাসী লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তেড়ে এসেছিলেন তাঁদের দিকে। কলাবাগান দিয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সিআরপিএফের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

Sandeshkhali Sheikh Shahjahan Anticipatory Bail: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৪৪ দিন অতিক্রান্ত। বেপাত্তা সন্দেশখালির 'বাদশা' তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান। মাঝে একবার ভিডিও বার্তা দিয়েছিলেন। কিন্তু ৫ জানুয়ারির ভয়ঙ্কর কাণ্ডের পর আর তাঁর সশরীরে দেখা মেলেনি। তাহলে কোথায় সে? নিরুত্তর পুলিশ প্রশাসন। নানা কথা বললেও শাহজাহানের ডেরা নিয়ে মুখ খুলছে না তৃণমূলও। এই অবস্থায় ফের আগাম জানিমের আবেদন করলেন শেখ শাহজাহান। ৫ জানুয়ারি রেশ দুর্নীতি কাণ্ডে সন্দেশকালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে স্থানীয়দের হামলার মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। যা নিয়ে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতেই ফের বারাসত আদালতে আইনজীবী মারফৎ আগাম জানিমের আবেদন করেছেন এই তৃণমূল নেতা। আগামী ২৬ ফেব্রুয়ারি এই মামলার শুনানি হতে পারে।

Advertisment

আরও পড়ুন- Sandeshkhali: ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল! সন্দেশখালির বাড়ি-বাড়ি ঘুরছেন নেতারা, সফরে শিশু সুরক্ষা কমিশন

এর আগেও ২ দিনের রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শেখ শাহজাহান। কিন্তু সেই আবেদনে আমল দেয়নি আদালত। কেন সন্দেশখালিতে হামলায় মূল অভিযুক্ত শাহজাহানকে ধরতে ব্যর্থ প্রশাসন? তা নিয়ে প্রশ্ন ওঠে। শাহজাহানের আবেদনের প্রেক্ষিতে ইডি আদালতে বলেছিল, 'এতো ঠাকুর ঘরে কে, আমি কলা খাইনি অবস্থা, কেন এত ভয় পাচ্ছেন শেখ শাহজাহান?'

আরও পড়ুন- Pak choi Farming: বাড়িতেই কারবার, নামমাত্র খরচেই চটজলদি বিপুল রোজগার, বেকারদের দিশা দেখাচ্ছেন এই ব্যক্তি

গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা। সে সময়ে শাহজাহানের বাড়ির দরজা তালা ভাঙতে গিয়ে গ্রামবাসীদের হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। অভিযোগ ওঠে, হাজার হাজার গ্রামবাসী লাঠি, বাঁশ, লোহার রড নিয়ে তেড়ে এসেছিলেন তাঁদের দিকে। কলাবাগান দিয়ে দৌড়ে পালাতে বাধ্য হয়েছিলেন সিআরপিএফের সদস্যরা। দুই ইডি আধিকারিকের মাথাও ফেটে যায়। সেখান ইডি-র ল্যাপটপ লুঠেরও অভিযোগ ওঠে। এরপরই ন্যাজাট থানায় এফআইআর করে কেন্দ্রীয় সংস্থাটি। পাল্টা ইডি-র বিরুদ্ধেও থানায় অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান।

এদিন ন্যাজাট থানার মামলার প্রেক্ষিতেই আগাম জামিনের আবেদন করেন শাহজাহান। পাল্টা তাঁর জামিন ঠেকাতে মরিয়া ইডি। এই মামলায় যুক্ত হতে চেয়ে বারাসত আদালতে আর্জি জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Sandeshkhali sheikh shahjahan tmc sandeshkali ed
Advertisment