Advertisment

Sheikh Shahjahan: শীর্ঘই পুলিশের জালে শেখ শাহাজাহন? তৃণমূল নেতার বিস্ফোরক দাবিতে তুমুল শোরগোল

Sandeshkhali Row: এদিকে সোমবার শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতারে কোনও স্থগিতাদেশ নেই বলে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
heikh Shahjahan market sandeshkhali land occupation by threat of death , শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালি প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখল

Sandeshkhali Case: সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান।

Sandeshkhali Case: শেখ শাহজাহান কি এবার পুলিশের জালে ধরা পড়বে? ৫৩ দিন ধরে অধরা সন্দেশখালির 'বেতাজ বাদশা'। এখনও রয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। শেখ শাহজাহানের গ্রেফতার নিয়ে হাইকোর্ট স্পষ্ট করার পর এদিন টুইট করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মখপাত্র কুণাল ঘোষ। এদিন শাহজাহান নিয়ে আদালতে ঘোষণার পর কুণালের টুইট, 'সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে'। তৃণমূল নেতৃত্বের এই ঘোষণায় তোলপাড় রাজনৈতিক মহল। তাহলে এখন কোথায় আছেন শেখ শাহজাহান? কোন ঘেরাটোপে রয়েছেন সন্দেশখালির 'বাঘ'?

Advertisment

আরও পড়ুন- Sheikh Shahjahan: কোর্টের নির্দেশের পর আরও বিপাকে শাহজাহান, কী পদক্ষেপ পুলিশের?

কুণালের বক্তব্য়, 'শেখ শাজাহান গ্রেফতার নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেফতার হবে।'

কুণালের টুইট নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'শেখ শাহজাহানের মত দুষ্কৃতী তৃণমূলের সম্পদ। তাই তাঁকে কেউ ধরতে পারে না। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এসব হচ্ছে। আসলে কাগজপত্র লোপাটের জন্য এতদিন শেখ শাহজাহানকে বাইরে রাখা হয়েছে।'

আরও পড়ুন- Ajit Maity: নামে কী আসে-যায়, হাড়ে হাড়ে টের পাচ্ছেন অজিত মাইতি!

এদিকে সোমবার শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) গ্রেফতারে কোনও স্থগিতাদেশ নেই বলে জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া সন্দেশখালি মামলায় শেখ শাহজাহানকে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সুতরাং, সন্দেশখালির একদা বেতাজ বাদশাকে গ্রেফতারে যে আইনি বাধার কথা বিভিন্ন মহল থকে বলা হচ্ছিল তা কার্যত নস্যাৎ করে দিল খোদ উচ্চ আদালতই।

tmc Sandeshkhali sandeshkali ed
Advertisment