ED Attacked in Sandeshkhali: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি (Enforcement Directorate) আধিকারিকরা হানা দিতে গিয়ে জনতার হাতে হামলার ঘটনায় পাঁচদিন পার। এখনও অধরা শেখ শাহজাহান। এখনও তাঁর টিকি খুঁজে পায়নি পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) কড়া বার্তা দেওয়ার পরেও ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। তা-ও তাঁর নাগাল পাওয়া যায়নি। এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ইডি-র।
Advertisment
কী অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির (ED)?
পুলিশের বিরুদ্ধে অভিযোগ, হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে খুবই কমজোরি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের একটি সূত্রের মতে, শাহজাহানকে ধরলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই ধাপে ধাপে তদন্ত এগোচ্ছে। কিন্তু মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে। তারপরেও কেন ধরা যাচ্ছে না শাহজাহানকে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে খবর, ৫ জানুয়ারি ন্যাজাট থানায় শাহজাহানের বিরুদ্ধে হামলার ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। একটি ইডির অভিযোগের ভিত্তিতে। পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে আরও একটি মামলা দায়ের করেছে হামলার ঘটনায়। আর একটি ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করেছেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার।
জানা গিয়েছে, পুলিশ যে ধারা দিয়েছে সেগুলি জামিনযোগ্য ধারা। জামিন অযোগ্য বলতে শুধুমাত্র ৩৫৩ আইপিসি (সরকারি কাজে বাধা দেওয়া)। প্রশ্ন উঠছে, যদি শাহজাহান ধরাও পড়েন তাহলে এই কমজোরি ধারায় পুলিশ কতটা কড়া হতে পারবে তা নিয়ে। জানা গিয়েছে, এইসব ধারার ক্ষেত্রে আদালতে আত্মসমর্পণ করলে জামিন মিলতে পারে। তাহলে শাহজাহান যাতে আদালতে আত্মসমর্পণ করে সেই দিকে মামলা নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা।