Advertisment

Sheikh Shahjahan: এখনও অধরা শাহজাহান! পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ED-র

ED Attacked in Sandeshkhali: শাহজাহান যাতে আদালতে আত্মসমর্পণ করে সেই দিকে মামলা নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC leader Sheikh Shahjahan, Sheikh Shahjahan Arrested, Sandeshkhali Case News

TMC leader Sheikh Shahjahan Arrested: শেখ শাহজাহান গ্রেফতার।

ED Attacked in Sandeshkhali: সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে ইডি (Enforcement Directorate) আধিকারিকরা হানা দিতে গিয়ে জনতার হাতে হামলার ঘটনায় পাঁচদিন পার। এখনও অধরা শেখ শাহজাহান। এখনও তাঁর টিকি খুঁজে পায়নি পুলিশ। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার (Rajeev Kumar) কড়া বার্তা দেওয়ার পরেও ২৪ ঘণ্টা পার হয়ে গিয়েছে। তা-ও তাঁর নাগাল পাওয়া যায়নি। এই অবস্থায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ইডি-র।

Advertisment

কী অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির (ED)?

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, হামলার ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে খুবই কমজোরি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। পুলিশের একটি সূত্রের মতে, শাহজাহানকে ধরলে আইনশৃঙ্খলার সমস্যা হতে পারে। তাই ধাপে ধাপে তদন্ত এগোচ্ছে। কিন্তু মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (MHA) হামলার ঘটনায় রাজ্যের রিপোর্ট তলব করেছে। তারপরেও কেন ধরা যাচ্ছে না শাহজাহানকে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আরও পড়ুন ED Attacked in Sandeshkhali: সন্দেশখালিতে ইডিকে বেদম মার! রেগে কাঁই অমিত শাহ! ভীষণ কঠিন পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের

পুলিশ সূত্রে খবর, ৫ জানুয়ারি ন্যাজাট থানায় শাহজাহানের বিরুদ্ধে হামলার ঘটনায় তিনটি এফআইআর দায়ের হয়েছে। একটি ইডির অভিযোগের ভিত্তিতে। পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে আরও একটি মামলা দায়ের করেছে হামলার ঘটনায়। আর একটি ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করেছেন শাহজাহানের বাড়ির কেয়ারটেকার।

জানা গিয়েছে, পুলিশ যে ধারা দিয়েছে সেগুলি জামিনযোগ্য ধারা। জামিন অযোগ্য বলতে শুধুমাত্র ৩৫৩ আইপিসি (সরকারি কাজে বাধা দেওয়া)। প্রশ্ন উঠছে, যদি শাহজাহান ধরাও পড়েন তাহলে এই কমজোরি ধারায় পুলিশ কতটা কড়া হতে পারবে তা নিয়ে। জানা গিয়েছে, এইসব ধারার ক্ষেত্রে আদালতে আত্মসমর্পণ করলে জামিন মিলতে পারে। তাহলে শাহজাহান যাতে আদালতে আত্মসমর্পণ করে সেই দিকে মামলা নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Mamata Banerjee Enforcement Directorate sheikh shahjahan tmc West Bengal
Advertisment