Advertisment

Sheikh Shahjahan: প্রাণনাশের হুমকিতেই জমি কাড়ত শাহজাহান! নথি নিয়ে ইডি দফতরে তিন ব্যক্তি, এঁরা কারা?

Sandeshkhali: অবশেষে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর তাঁরা সাহস করে শুক্রবার সকালে ইডি দফতরে অভিযোগ করতে আসেন ওই তিন ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
heikh Shahjahan market sandeshkhali land occupation by threat of death , শেখ শাহজাহান মার্কেট সন্দেশখালি প্রাণনাশের হুমকি দিয়ে জমি দখল

Sandeshkhali Case: সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান।

Land Occupation By Threat Of Death Sandeshkhali: সন্দেশখালির 'বাদশা' শেখ শাহজাহান নামের বিরাট মার্কেট ঘিরে বহু চর্চা। যা অপসারিত তৃণমূল নেতার প্রভাব জাহির করে। এবার অভিযোগ, জোড় করে জমি কেড়েই তৈরি হয়েছে ওই মার্কেট। ২০১৩ সালে, রীতিমতো প্রাণনাশের হুমকি দিয়েই জমি কেড়ে নিয়েছিল শাহজাহান ও তার বাহিনী। শুক্রবার ইডি দফতরে এসে এমনই অভিযোগ জানালেন তিন ব্যক্তি। তাঁরা নিজেদের ওই জমির মালিক বলে দাবি করেছেন। কেন্দ্রীয় বাহিনীর কাছে জমা করেছেন জমির কাগজ পত্র-ও।

Advertisment

শুক্রবার সকালে ইডি দফ্তরে আসেন সন্দেশখালির সরবেরিয়ার বাসিন্দা তিন ব্যক্তি। ইএই তিন ব্যক্তি হলেন সঞ্জয় মণ্ডল, নির্মল কুমার মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। তাঁদের দাবি সরবেড়িয়ায় ১ একর ১৫ শতক জমির ওপর যে মার্কেটটি রয়েছে (যার নাম শেখ শাহজাহান মার্কেট) সেই জমিটি তাদের পৈতৃক জমি।

আরও পড়ুন- TMC VS BJP: ফাঁপড়ে মমতা? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী এমন করল পদ্ম বাহিনী?

ওই তিন ব্যক্তির দাবি, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক জমি হাতিয়ে নিয়েছিল। সেই সময় শেখ শাহজাহান নিজে উপস্থিত ছিল। জমির বিনিময়ে টাকা দেওয়ার কথা থাকলেও তা তাঁরা পাননি। এমনকী পাওনা অর্থ চাইতে গেলেও তাঁদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, তাঁদের থানায় অভিযোগ করতে ও যেতে দেওয়া হত না। আর থানাও অভিযোগ নিত না।

অবশেষে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর তাঁরা সাহস করে শুক্রবার সকালে ইডি দফতরে অভিযোগ করতে আসেন। জমির সমস্ত কাগজও জমা দিয়েছেন ইডির কাছে। তাঁদের দাবি ১ একর ১৫ শতক জমি যাতে তাঁরা ফেরত পান। ইডির সঙ্গে কথা বলে সন্তুষ্ট অভিযোগকারীরা। প্রয়োজন হলে তাঁদের আবার ডাকা হতে পারে বলে ওই তিনজনকে জানিয়েছে কেন্দ্রীয় আধিকারিকরা।

Sandeshkhali sheikh shahjahan tmc seikh shahjahan Enforcement Directorate
Advertisment