/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Sheik-Shahjahan.jpg)
গত বৃহস্পতিবার বসিরহাট কোর্টে শেখ শাহজাহান। ফটো- পার্থ পাল
Sheikh Shahjahan ED Interrogation: গ্রেফতারের পর আদালতে প্রবেশের মুখে শেখ শাহজাহানের শরীরি ভাষা নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেদিনও তার দাপট নজরে পড়েছিল। দেখা গিয়েছিল, আগে যাচ্ছেন সন্দেশখালির 'বাঘ', তার পিছনে চলেছেন উদর্দিধারী পুলিশেরা। কিন্তু, সময় এগিয়েছে। জেরায় জেরায় জেরবার শেখ শাহজাহান। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের এই দীর্ঘ জেরাতেই নাকি, সন্দেশখালির দাপুটে নেতার সম্বিত ফিরছে! সূত্রের খবর এমনটাই।
শাহজাহানের বোধ ফিরছে? সেই প্রশ্নই ক্রমশ বড় হয়ে উঠছে। সিবিআই সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরায় নাকি শেখ শাহজাহান বলেছেন, সন্দেশখালিতে সেদিন (৫ জানুয়ারি) যা হয়েছিল, তা মোটেই ঠিক হয়নি। রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালিতে তার বাড়িতে অভিযানে যাওয়া পর সেদিন ইডির অফিসারদের উপর হামলা চালানো হয়। ভাঙা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি, মাথা ফাটে কেন্দ্রীয় গোয়েন্দাদের।
অর্থাৎ শাহজাহান কী বলতে চাইছেন, তিনি নিজে ওই হামলা করাননি। যারা করিয়েছে বা করেছে তিনি তাদের সমর্থনও করেন না।
জানা গিয়েছে, সিবিআই অবশ্য শেখ শাহজাহানের বক্তব্যে গুরুত্ব দিতে নারাজ। কেন্দ্রীয় গোয়েন্দাদের মতে, 'বাঘ' এখন সন্দেশখালির হামলার ঘটনা থেকে তার দূরত্ব তৈরি করতে মরিয়া। সন্দেশখালি ও লাগোয়া এলাকায় শাহজাহানের প্রভাব সর্বজনবিধিত। ফলে একবড় হামলা শাহজাহানের বিনা নির্দেশে হয়েছে, বা তিনি কিছু জানতে না তা হতেই পারে না।