Shahjahan Sheikh-Sukumar Mahata: সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। CBI সূত্রের দাবি, ইতিমধ্যেই ED-র উপর হামলার দিন শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) মোবাইল ফোনের কল রেকর্ড তাঁদের হাতে এসেছে। সূত্রের দাবি, সেই কল ডিটেলস ঘেঁটে CBI দেখেছে, ঘটনার দিন (৫ জানুয়ারি) সন্দেসখালির (Sandeshkhali) তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর (Sukumar Mahata) সঙ্গে ফোনে কথা হয়েছিল শেখ শাহজাহানের। বিষয়টি প্রকাশ্যে আসতেই আত্মপক্ষ সমর্থনে যুক্তিও দিয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত।
শাহজাহানের সঙ্গে কথা ইস্যুতে কী সাফাই তৃণণূল বিধায়কের?
সংবাদমাধ্যমে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেছেন, "শাহজাহানকে ফোন করে বলেছিলাম এলাকায় যাতে আর মারামারি-গন্ডগোল না হয় সেটা দেখতে। কিন্তু যখন আমার সঙ্গে কথা হয়েছিল, ততক্ষণে সব ঘটে গিয়েছিল।"
উল্লেখ্য, সন্দেশখালিতে ইডির উপর হামলার ৫৬ দিন পর দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। CID শাহজাহানকে জিম্মায় নিলেও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পরবর্তী সময়ে মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। CID-র হাত থেকে শাহজাহানকে হেফাজতে নেয় CBI। শুক্রবার বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় সিবিআই।
আরও পড়ুন- CBI-Sheikh Shahjahan: সুপার ফ্রাইডেতে ‘টাইট অ্যাকশন’! শাহজাহানের ডেরায় CBI, কলকাতায় তল্লাশি ED-র
এই আবহেই এবার এতদিন পর সংবদমাধ্যমের সামনে মুখ খুললেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক। এমনকী তিনি শাসকদলের বিধায়ক হলেও সক্রিয় রাজনীতি নাকি তেমনভাবে করেন না বলেই দাবি করেছেন। এমনকী এলাকায় তাঁর তেমন প্রভাব নেই বলেও দাবি সুকুমার মাহাতর। তবে ঘটনার দিন (৫ জানুয়ারি) তাঁর সঙ্গে যে শেখ শাহজাহানের কথা হয়েছিল তা এবার মেনে নিলেন বিধায়ক নিজেই।
সিবিআই সূত্রের দাবি, ঘটনার দিনের শেখ শাহজাহানের মোবাইল ফোনের কল লিস্ট ঘেঁটে দেখা গিয়েছে, শেখ শাহাজানের ফোনে ঘটনার দিন (৫ জানুয়ারি) সময়ে একাধিক ফোন এসেছিল। শাহজাহানের ফোন থেকেও ওই সময়ে অনেককে ফোন করা হয়েছিল বলে দাবি সূত্রের।
অন্যদিকে, শুক্রবারই স্বাস্থ্য পরীক্ষা করাতে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ESI হাসপাতালে। সিবিআই হেফাজতে থাকাকালীন শাহজাহানের দাবি, "সব মিথ্যা রটছে। তদন্তে সব কিছু প্রমাণিত হবে।"