Advertisment

Shahjahan Sheikh-Sukumar Mahata: ED আক্রান্ত হওয়ার দিনেই শাহজাহানের সঙ্গে কথা, CBI তদন্ত শুরু হতেই 'সব ফাঁস' বিধায়কের

Sandeshkhali-CBI: সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হতে হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডিকে। বেধড়ক মারধরে মাথা ফেটেছে এক ইডি আধিকারিকের। যারপরনাই হামলায় জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইডির বেশ কয়েকজন অফিসারকে। সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার ঘটনার ৫৬ দিনের মাথায় গ্রেফতার করা হয়েছিল শেখ শাহজাহানকে। ঘটনার দিন অর্থাৎ ৫ জানুয়ারি সকালেই সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর সঙ্গে শাহজাহানের ফোনে কথা হয়েছে। সেব্যাপারে এতদিনে বিস্তারিত জানালেন বিধায়ক নিজেই।

author-image
IE Bangla Web Desk
New Update
sheikh shahjahan talked with sandeshkhali tmc mla sukumar mahata on ed attacked day

Shahjahan Sheikh-Sukumar Mahata: বাঁদিকে শেখ শাহজাহান ও ডানদিকে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত।

Shahjahan Sheikh-Sukumar Mahata: সন্দেশখালি কাণ্ডে নয়া মোড়। CBI সূত্রের দাবি, ইতিমধ্যেই ED-র উপর হামলার দিন শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) মোবাইল ফোনের কল রেকর্ড তাঁদের হাতে এসেছে। সূত্রের দাবি, সেই কল ডিটেলস ঘেঁটে CBI দেখেছে, ঘটনার দিন (৫ জানুয়ারি) সন্দেসখালির (Sandeshkhali) তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর (Sukumar Mahata) সঙ্গে ফোনে কথা হয়েছিল শেখ শাহজাহানের। বিষয়টি প্রকাশ্যে আসতেই আত্মপক্ষ সমর্থনে যুক্তিও দিয়েছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত।

Advertisment

শাহজাহানের সঙ্গে কথা ইস্যুতে কী সাফাই তৃণণূল বিধায়কের?

সংবাদমাধ্যমে সন্দেশখালির তৃণমূল বিধায়ক সুকুমার মাহাত বলেছেন, "শাহজাহানকে ফোন করে বলেছিলাম এলাকায় যাতে আর মারামারি-গন্ডগোল না হয় সেটা দেখতে। কিন্তু যখন আমার সঙ্গে কথা হয়েছিল, ততক্ষণে সব ঘটে গিয়েছিল।"

উল্লেখ্য, সন্দেশখালিতে ইডির উপর হামলার ৫৬ দিন পর দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। CID শাহজাহানকে জিম্মায় নিলেও কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে পরবর্তী সময়ে মামলার তদন্তভার যায় কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের হাতে। CID-র হাত থেকে শাহজাহানকে হেফাজতে নেয় CBI। শুক্রবার বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় সিবিআই।

আরও পড়ুন- CBI-Sheikh Shahjahan: সুপার ফ্রাইডেতে ‘টাইট অ্যাকশন’! শাহজাহানের ডেরায় CBI, কলকাতায় তল্লাশি ED-র

এই আবহেই এবার এতদিন পর সংবদমাধ্যমের সামনে মুখ খুললেন সন্দেশখালির তৃণমূল বিধায়ক। এমনকী তিনি শাসকদলের বিধায়ক হলেও সক্রিয় রাজনীতি নাকি তেমনভাবে করেন না বলেই দাবি করেছেন। এমনকী এলাকায় তাঁর তেমন প্রভাব নেই বলেও দাবি সুকুমার মাহাতর। তবে ঘটনার দিন (৫ জানুয়ারি) তাঁর সঙ্গে যে শেখ শাহজাহানের কথা হয়েছিল তা এবার মেনে নিলেন বিধায়ক নিজেই।

আরও পড়ুন- International Womens Day: অকৃত্রিম সাধনায় সফলতার শিখরে! আন্তর্জাতিক নারী দিবসে এক নারীর দুরন্ত একাহিনী প্রেরণা দেবে!

সিবিআই সূত্রের দাবি, ঘটনার দিনের শেখ শাহজাহানের মোবাইল ফোনের কল লিস্ট ঘেঁটে দেখা গিয়েছে, শেখ শাহাজানের ফোনে ঘটনার দিন (৫ জানুয়ারি) সময়ে একাধিক ফোন এসেছিল। শাহজাহানের ফোন থেকেও ওই সময়ে অনেককে ফোন করা হয়েছিল বলে দাবি সূত্রের।

অন্যদিকে, শুক্রবারই স্বাস্থ্য পরীক্ষা করাতে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ESI হাসপাতালে। সিবিআই হেফাজতে থাকাকালীন শাহজাহানের দাবি, "সব মিথ্যা রটছে। তদন্তে সব কিছু প্রমাণিত হবে।"

Sandeshkhali sheikh shahjahan tmc ED cbi
Advertisment