/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Sheikh-Shahjahan-cbi.jpg)
Sheikh Shahjahan-CBI: এবার শাহজাহান ঘনিষ্ঠদের তলব শুরু সিবিআইয়ের।
CBI-Sheikh Shahjahan: এবার শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ঘনিষ্ঠ আরও এক দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা CBI দফতরে। তাঁকে ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। তলব পেয়ে আর সময় নষ্ট করেননি তৃণমূল নেতা জিয়াউদ্দিন (Ziauddin)। এদিন CBI অফিসে ঢোকার আগে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, CBI-এর চিঠি পেয়েই তিনি হাজিরা দিতে এসেছেন।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে (Sandeshkhali) তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল ED। সেই সময়ে শাহজাহান অনুগামীরা ইডির অফিসারদের ঘিরে ধরে হামলা চালায়। বেধড়ক মারধরে মাথা ফাটে এক ইডি আধিকারিকের। হামলায় আহত হন ইডির আরও কয়েকজন অফিসার। ভেঙে চুরমার করে দেওয়া হয় ইডি অফিসারদের গাড়ি।
আরও পড়ুন- Maitri Mela: মেলায় শুধু একটি জিনিসেই চাহিদার জনবিস্ফোরণ! কপাল চাপড়াচ্ছেন অন্য ব্যবসায়ীরা!
সেদিন সরবেড়িয়ায় শেখ শাহজাহানের বাড়িতে থাকা তার অনুগামীরাই এবার CBI স্ক্যানারে। শাহজাহান মামলার তদন্তভার CID-র হাত ঘুরে গিয়েছে কেন্দ্রীয় সংস্থার উপরে। ইতিমধ্যেই শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে CBI। এরপরেই ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় ইডির উপর হামলার ঘটনায় CBI স্ক্যানারে শাহজাহান ঘনিষ্ঠরা।
শাহজাহানের মোবাইল ফোনের কললিস্ট এবং টাওয়ার লোকেশন দেখে শাহজাহানের বেশ কয়েকজন অনুগামীকে চিহ্নিত করেছে CBI। এবার তাদেরই একে একে ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা, এমনই খবর সূত্রের। তাদেরই একজন এই জিয়াউদ্দিন। শাহজাহান ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা সোমবার সিবিআই দফতরে হাজিরা দেন।