Advertisment

'শিবমের বাবা-মাকে ১০ লাখ দেওয়া হয়েছে', মলডোঙায় ঢুকতে না পেরে বিস্ফোরক লকেট

শিবম ঠাকুর হত্যার প্রতিবাদে এ দিন বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর দাবি,, 'এরপর পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।'

author-image
IE Bangla Web Desk
New Update
shivam thaku santiniketan moldanga locket chaterjee suvendu adhikari bjp

শান্তিনিকেতন থানার সামনে অবস্থান বিক্ষোভে সাংসদ ও বিজেপি কর্মীরা। ছবি- অশীস মণ্ডল

শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে ঢুকতেই পারলেন না বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের জেরেই গ্রামে প্রবেশ করতে পারেননি হুগলির সাংসদ। পুলিশের সঙ্গে সাংসদের বাকবিতণ্ডাও হয়। যা নিয়ে বীরভূমে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। পরে স্থানীয় থানার সামনে বিক্ষোভে বসেন লকেট সহ বিজেপি নেতা, কর্মীরা। তাঁর দাবি, 'শিবম ঠাকুর হত্যায় যিনি গ্রেফতার হয়েছেন, তাঁর দাদা আনারুল অনুব্রত মণ্ডলের গাড়ি চালায় না-কী করে? মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন।' এই মৃত্যুর রহস্য উন্মোচনে তিনি সিবিআই তদন্তের দাবি তুলেছেন।

Advertisment
publive-image
বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুভেন্দু সহ বিজেপি বিধায়কদের

শিবম ঠাকুর হত্যার প্রতিবাদে এ দিন বিধানসভায় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, 'এরপর পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।'

মঙ্গলবার প্রতিবেশীর বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় বছর পাঁচেকের শিবম ঠাকুরের নিথর দেহ। যা নিয়ে ওইদিন অগ্নিগর্ভ হয় শান্তিনিকেতন থানার মোলডাঙা এলাকা। পুলিশ গতকালই অভিযুক্ত রুবি বিবি-কে গ্রেফতার করেছিল বলে জানা যায়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ সক্রিয় হলে শিবমকে হয়তো বাঁচানে যেত। ফলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অগ্নিসংযোগ করে ভেঙে দেওয়া হয় প্রতিবেশীর বাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার বিকেলে মলডোঙায় গিয়েছিলেন বীরভঊমের পুলিশ সুপার সহ পুলিশের বড়কর্তারা।

বুধবার সেই ঘটনার পরিদর্শনে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, 'শিশুটির বাবা-মাকে ১০ লাখ করে টাকা দেওয়া হয়েছে। তাই ওঁরা কথা বলতে চাইছেন না। পুলিশও সেটা বলছে। তৃণমূল ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। বীরভূমের এসপি-র সঙ্গে কথা হয়েছে। বলছেন, আমরা যথেষ্ট করেছি। আমরা ঈশ্বর নই। স্পষ্ট যে শাসক দল ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে। এখানে যদি বেশি কিছু করতে চায়, তাহলে মমতার ভোট ব্যাঙ্ক হাতের বাইরে চলে যাবে।'

shantiniketan Locket Chatterjee Birbhum Suvendu Adhikari bjp
Advertisment