Shivraj Singh Chouhan On Mamata Banerjee: মহাকুম্ভকে 'মৃত্যু কুম্ভের' সঙ্গে তুলনা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি, মমতাকে নিশানা মোদী মন্ত্রীর

Shivraj Singh Chouhan On Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মমতার এই মন্তব্যে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata on mahakumbh

মহাকুম্ভকে 'মৃত্যু কুম্ভের' সঙ্গে তুলনা, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি, মমতাকে নিশানা মোদী মন্ত্রীর! Photograph: (ফাইল)

Shivraj Singh Chouhan On Mamata Banerjee:  'যারা সনাতনের দিকে আঙুল তোলে, তারা...', মহাকুম্ভকে  'মৃত্যু কুম্ভ' বলে উল্লেখ, মমতাকে এবার নিশানা মোদী মন্ত্রীর!  

Advertisment

মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভে'র সঙ্গে তুলনা মমতার! মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে বিজেপির পাশাপাশি সাধু সম্প্রদায়ও অসন্তোষ প্রকাশ করেছে। প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জোরালো হচ্ছে।

বিধানসভায় মহাকুম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে প্রবল সমালোচনার মুখে বাংলার মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলে উল্লেখ করে বিজেপিকে নিশানা করেন। মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, মহাকুম্ভে ভিআইপিরা বিশেষ সুযোগ-সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। মহাকুম্ভের মতো মেগা  ইভেন্টটি সঠিকভাবে পরিকল্পনাই করা হয়নি, বলে তোপ মমতার। তিনি আরও বলেন, "আমি মহাকুম্ভকে সম্মান করি, পবিত্র মা গঙ্গাকে সম্মান করি। কিন্তু কোন পরিকল্পনা নেই... কতজন অসুস্থ হয়েছেন? কতজনের মৃত্যু হয়েছে তার কোন তথ্য নেই"। ধনী, ভিআইপিদের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাম্পের ব্যবস্থা থাকলেও কুম্ভে দরিদ্রদের জন্য কোনও ব্যবস্থা নেই"।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) মমতার এই মন্তব্যে মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন,   যারা সনাতন ধর্মের দিকে আঙুল তোলে তারা কেবল নিজেদের ক্ষতি করে।

Advertisment

 'আমরা যা চাই, অধিকাংশ ভারতীয় সেটাই চায়' ইউনূসের বড় বিবৃতিতে চূড়ান্ত শোরগোল

শিবরাজ সিং চৌহান বলেন, 'সনাতনকে অপমান করা তাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে।' ভারতীয় সংস্কৃতি কেবল আজ নয়, হাজার হাজার বছর ধরে গঙ্গার স্রোতের মতো প্রবাহিত হয়ে আসছে। যারা সনাতনের দিকে আঙুল তোলে, তারা কেবল নিজেদেরই ক্ষতি করবে। এইভাবে মানুষের বিশ্বাস ও অনুভূতিতে আঘাত করাও অপরাধ।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে 'মৃত্যুকুম্ভ' বলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাধু  সম্প্রদায়ও। সাধু সম্প্রদায় বলেছে যে তাঁর বক্তব্য সনাতন ধর্মের অপমান এবং এই মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানানো হয়েছে। 

শ্রী পঞ্চায়েতি আখড়া মহাননির্বাণীর জাতীয় সম্পাদক মহন্ত যমুনা পুরী বলেছেন যে, দায়িত্বশীল পদে থেকেও  এই ধরনের বক্তব্য দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শোভা পায় না। তিনি বলেন, "প্রয়াগরাজ মহাকুম্ভ হল অমৃত পর্ব, যার দেবত্ব এবং মহিমা সমগ্র বিশ্ব দেখেছে। মহাকুম্ভের নামের সাথে এই ধরনের অবমাননাকর শব্দ ব্যবহার করা উচিত নয়।"

‘হিন্দু সনাতনীদের জন্য বাংলা মৃত্যুরাজ্যে পরিণত হয়েছে’

পঞ্চ দশনাম আবাহন আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অরুণ গিরি বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, 'পশ্চিমবঙ্গ হিন্দু সনাতনীদের জন্য 'মৃত্যুর রাজ্য' হয়ে উঠছে।' তিনি আরও বলেন, 'তাঁর উচিত উত্তরপ্রদেশের নয়, নিজের রাজ্যের কথা চিন্তা করা।' যোগী আদিত্যনাথ মহাকুম্ভের জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছেন এবং তিনি এই মহৎ অনুষ্ঠানের মাধ্যমে একটি নতুন ইতিহাস তৈরি করেছেন।

mamata Mahakumbh 2025