Advertisment

কেষ্টকে কেস খাইয়েছিলেন! তাও শিবঠাকুরের স্ত্রীকেই প্রার্থী করে তৃণমূল, ফল কী হল?

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনেছিলেন শিবঠাকুর মণ্ডল।

author-image
IE Bangla Web Desk
New Update
shivthakur mandal's wife win in panchayat election 2023

অনুব্রত মণ্ডল।

অনুব্রত মণ্ডল নাকি তাঁকে খুনের চেষ্টা করেছিলেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছিলেন শিবঠাকুর মণ্ডল নামে এক তৃণমূলকর্মী। এবারের পঞ্চায়েত ভোটে সেই শিবঠাকুরের স্ত্রী দাঁড়িয়েছিলেন জোড়াফুলের টিকিটে। তিনি জয়ী হয়েছেন। অন্যদিকে, দিন কয়েক আগে এনআইএ-র হাতে গ্রেফতার হওয়া নলহাটির তৃণমূল প্রার্থীও জয়ী হয়েছেন।

Advertisment

আরও পড়ুন- টেনে ছেঁড়া হল BJP-র মহিলা প্রার্থীর পোশাক, অভিযুক্ত TMC, দেখুন নক্কারজনক ভিডিও

গ্রাম বাংলা তৃণমূলেরই। গ্রামীণ বাংলায় আবারও জয়-জয়কার জোড়াফুলের। বীরভূমের দুবরাজপুরে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী তৃণমূলের টিকিটেই গ্রাম পঞ্চায়েতের আসন থেকে জয়ী হয়েছেন। এই শিবঠাকুরই একবার বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছিলেন। পার্টি অফিসে ডেকে অনুব্রত নাকি তাঁর গলা টিপে ধরেছিলেন। পুলিশের কাছে এই অভিযোগ করেছিলেন শিবঠাকুর। এবারের পঞ্চায়েত ভোটে তাঁর স্ত্রী প্রার্থী হয়েছিলেন তৃণমূলের টিকিটেই। তিনি জয়ী হয়েছন।

আরও পড়ুন- ফল প্রকাশের ট্রেন্ডে কে কোথায় দাঁড়িয়ে? সাফল্যের চূড়ায় TMC! বাকিরা কে কোথায়?

অন্যদিকে, দিন কয়েক আগে পুনর্নির্বাচনের দিনে অবৈধভাবে বিষ্ফোরক মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয় বীরভূমের পাথর ব্যবসায়ী তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ কুমার ঘোষকে। এনআইএ মনোজকে গ্রেফতার করে। জেরায় মনোজের বয়ানে অসঙ্গতি থাকায় তাকে গ্রেফতার করা হয়। সেই মনোজ ঘোষও জয়ী হয়েছেন। এছাড়াও বীরভূমের ময়ূরেশ্বরের জয়ী হয়েছেন বিজেপির গ্রাম পঞ্চায়েতের প্রার্থী দুধকুমার মণ্ডল।

আরও পড়ুন- ‘ভোট চুরির শেষ মরিয়া চেষ্টা তৃণমূলের’, এলাকা ধরে ধরে সাংঘাতিক অভিযোগ শুভেন্দুর!

anubrata mondal West Bengal bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment