Advertisment

বিজয় মিছিলেই ভয়ঙ্কর হামলা, রোমহর্ষক-কাণ্ডে রক্তারক্তি, চরম পরিণতি তৃণমূলকর্মীর!

ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের দাপট।

author-image
IE Bangla Web Desk
New Update
tmc captures Bangaon ranghat panchayat

বিজেপি ছেড়ে তৃণমূলে জয়ী সদস্যা।

ভোট মিটলেও মিটছে না সন্ত্রাসের দাপট। ফের খুন তৃণমূলকর্মী। এবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংযে তৃণমূলকর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। তৃণমূলের বিজয় মিছিলে হামলা হয় বলে অভিযোগ। পরে তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। যদিও খুনের অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

Advertisment

ক্যানিংয়ের সাতমুখী গাজিপাড়ায় তৃণমূলের বিজয় মিছিলে আইএসএফ হামলা করে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে হামলা হয় তৃণমূলকর্মী নান্টু গাজির উপর। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওই ব্যক্তিকে ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতিতে পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। শনিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। এই নিয়ে গত ৩৭ দিনে ৫৩ জনের মৃত্যু হল।

অন্যদিকে, আবারও অশান্তি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। গতরাতে বাড়ি ফেরার সময় তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ তৃণমূলকর্মীকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলকর্মী শামিম সর্দার।

আরও পড়ুন- শুভেন্দুকে রক্ষাকবচ, ‘কীসের বাধ্যবাধকতা?’ বিচারপতি মান্থাকে এবার সরাসরি বেনজির নিশানা অভিষেকের

কিছুতেই সন্ত্রাসে লাগাম টানা যাচ্ছে না। নির্বাচন পর্ব মিটেছে, শেষ ভোট গণনাও। গ্রাম বাংলার রাজনীতিতে আবারও নেতৃত্বে তৃণমূল। এবার যদিও বিরোধীরাও বেশ কিছু জায়গায় সাফল্যের মুখ দেখেছে। গোটা ভোট পর্ব জুড়ে এবার হানাহানির রাজনীতিতে কলুষিত হয়েছে বাংলার মাটি। নির্বাচনকে কেন্দ্র করে কার্যত মৃত্যু-মিছিল দেখেছে বাংলা। ভোট-সন্ত্রাসের বলি হয়েছেন শাসকদল তৃণমূল থেকে শুরু করে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, নির্দল কর্মীরা।

পঞ্চায়েত ভোটের আগের দিন ভাঙড়ে দুষ্কৃতী হামলায় মারাত্মক জখম হয়েছিলেন তৃণমূলকর্মী মোসলেম শেখ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভোরে তাঁরও মৃত্যু হয়েছে। ষাটোর্ধ্ব এই তৃণমূলকর্মীর উপর আইএসএফ হামলা চালিয়েছিল বলে অভিযোগ পরিবারের।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে এর আগেও সীমাহীন অশান্তি দেখেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। নির্বাচনের আগেও এবং ভোটের দিনেও বাসন্তীতে প্রাণহানি ঘটেছে। শুক্রবার রাতেও ফের শুটআউট বাসন্তীতেই। ভরতগড় গ্রামে তৃণমূলকর্মী শামিম সর্দারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। বাড়ি ফেরার পথেই শামিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ওই তৃণমূলকর্নীর ডান হাতে গুলি লাগে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ওই ব্যক্তি।

panchayat election 2023 ISF Murder bengal panchayat election 2023 tmc Shootout
Advertisment