Advertisment

'রোদ উঠেছে বোমা ফেটেছে', সৌগতর সুরেই সাফাই অর্জুনের, 'তিতিবিরক্ত' শোভনদেব অন্য লাইনে!

রাজ্যের বিভিন্ন এলাকায় ফি দিন বোমা ফাটার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shovandev thinks police should be more careful in recovering bombs

রাজ্যে একের পর এক বোমা ফাটার ঘটনা নিয়ে ক্ষুব্ধ শোভনদেব চট্টোপাধ্যায়।

রাজ্যের বিভিন্ন প্রান্তে একের এক বোমা ফাটার ঘটনায় শাসকদলকেই তেড়েফুঁড়ে দুষছে বিরোধীরা। যা নিয়ে ফি দিন অস্বস্তিও বাড়ছে তৃণমূলে। এবার জোড়াফুলের সেই অস্বস্তি আরও বাড়ালেন খোদ মমতা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য তথা বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। 'পুলিশ আরও সতর্ক হোক, ইন্টালিজেন্স আরও ভালো কাজ করুক। খবর রাখুক', মন্তব্য রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'রোদ উঠেছে তাই বোমা ফাটছে', মঙ্গলবার তৃণমূল নেতা অর্জুন সিংয়ের আজব যুক্তির পর শোভনদেবের এই মন্তব্য জোর চর্চায়।

Advertisment

রাজ্যের অস্বস্তি বাড়ালেন শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের নানা এলাকায় ফি দিন বোমা বিস্ফোরণের খবর মিলছে। গতকালই বনগাঁয় বোমা ফেটে ১১ বছরের এক বালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগে থেকে মজুত করা বোমা ফেটেই ওই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। গতকাল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে ২ ব্যাগ ভর্তি প্রচুর তাজা বোমাও উদ্ধার করেছিল পুলিশ।

আরও পড়ুন- ১০০ দিনের কাজের টাকা কেন বন্ধ? রাজ্যকে স্বস্তি দিয়ে তুলকালাম নির্দেশ হাইকোর্টের

কিছুদিন আগেই বীরভূমে বোমা ফেটে উড়ে গিয়েছিল এক তৃণমূলকর্মীর বাড়ির একাংশ। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণে এবার পুলিশ প্রশাসনকেই আরও বেশি সতর্ক থাকার পরামর্শ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তিনি বলেন, 'কোনও মৃত্যুই চাই না। পুলিশ আরও বেশি সতর্ক হোক। ইন্টালিজেন্স আরও ভালো কাজ করুক। কোথা থেকে এগুলো পাওয়া যাচ্ছে, কোথায় তৈরি হচ্ছে। বিস্ফোরণের আগেই যাতে গ্রেফতার করা যায় সেটা দেখতে হবে। এব্যাপারে আমার বলতে কোনও দ্বিধা নেই।'

আরও পড়ুন- প্রবল গরমে সেদ্ধ শরীর! জ্বালাপোড়া দশা আর ক’দিন? বর্ষা নিয়ে ধুঁয়াধার আপডেট

উল্লেখ্য, রাজ্যে একের পর এক বোমা ফাটার ঘটনায় শাসকদলের অন্দরেই মিশ্র মন্তব্য মিলছে। দিন কয়েক আগে বোমা ফাটা বলতে গিয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়ের যুক্তি ছিল, ''এই গরমে পটাশিয়াম ক্লোরেট ও আর্সেনিক ট্রাইসালফাইড বাইরে রাখতে তা বিস্ফেরাণ হতেই পারে। রাজ্যে ৩৮ হাজার গ্রাম আছে। কোথায় বোমা রয়েছে, সেটা পুলিশের পক্ষে জানা সম্ভবন নয়।' সৌগত রায়ের এই বক্তব্য ঘিরে তীব্র জলঘোলা হয়েছিল।

আরও পড়ুন- বোনের বিয়ে দেখাই হল না কৃষ্ণের! বুক চাপড়ে অদৃষ্টকেই দুষছেন মা যশোদা

এরপর মঙ্গলবার সৌগত রায়ের সুরে সুর মিলিয়ে বোমা ফাটা নিয়ে নিজের যুক্তি পেশ করেছেন তৃণমূল নেতা অর্জুন সিংও। তাঁর যুক্তি, 'এত রোদ উঠেছে সেই কারণে বোমা ফাটছে। পুলিশ তো সক্রিয়, তাই বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধা করছে।'

tmc bomb blast West Bengal Arjun Singh Sougata Roy Sovondeb Chatterjee
Advertisment